দেশ

যোগীর বুলডোজার গ্যারেজ হয়ে গিয়েছে, কটাক্ষ অখিলেশের

নয়াদিল্লি: যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজারকে ‘গ্যারেজ’ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুলডোজার মামলার রায় নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানাল উত্তরপ্রদেশের বিরোধী শিবির । বুধবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, ‘যোগী আদিত্যনাথ সরকারের প্রতীক হয়ে উঠেছিল বুলডোজার। যে সরকার সাধারণ মানুষের বাড়ি ভাঙে, তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। এবার থেকে গরিবদের বাড়ি ভাঙা বন্ধ হবে। বুলডোজারকে গ্যারেজে পাঠানো গিয়েছে।’ সপার মিডিয়া সেল বলেছে,যোগী সরকারের বুলডোজার দাওয়াই শুধু একজন ব্যক্তিকে নয়, তাঁর পুরো পরিবারকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। 
এদিনের রায়কে স্বাগত জানিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এবার রাজ্যে বুলডোজার ‘সন্ত্রাস’ বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এধরনের নীতি সম্পূর্ণ বেআইনি, অন্যায় এবং অসাংবিধানিক। সরকার মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা করছি।’ প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই বলেন, শীর্ষ আদালতের রায়ে উত্তরপ্রদেশে ‘জঙ্গল রাজ’ বন্ধ হবে। সিপিএম নেত্রী বৃন্দা কারাত বলেন, ‘বুলডোজার অভিযানকে বেআইনি আখ্যা দেওয়ায় আমরা স্বাগত জানাই। তবে এই রায় আগে দেওয়া হলে ডাবল-ইঞ্জিন রাজ্যে বহু নিরীহ মানুষের ঘর-বাড়ি ধ্বংসের হাত থেকে রক্ষা পেত।’ উত্তরপ্রদেশের বিজেপির লিগ্যাল সেলের নেতা প্রশান্ত সিং অটল অবশ্য সাফাই দিয়ে বলেছেন, শুধুমাত্র অবৈধ দখলদারি এবং বেআইনি নির্মাণকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা