খেলা

‘এখন আর খুব বেশি দূরের কথা ভাবি না’, হাজার গোল প্রসঙ্গে রোনাল্ডো

লিসবন: পেশাদার ফুটবলে প্রথম খেলোয়ার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা ৯০৮। কেরিয়ারের গোধূলিতেও যেভাবে উল্কার গতিতে এগিয়ে চলেছেন, তাতে সিআরসেভেনের হাজার গোলের নজির গড়া শুধুই সময়ের অপেক্ষা বলে মত ফুটবল মহলের। রোনাল্ডো মাথায় অবশ্য এখন আর সেসব নেই। বরং বেশি দূরের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য টপকাতে চান তিনি। সোমবার পর্তুগিজ ফুটবলের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে রোনাল্ডো জানান, ‘এখন আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। খুব বেশি দূরের কথা ভাবি না। সদ্য ৯০০ গোল সম্পূর্ণ করেছি। এখনও অনেকটা পথ পেরতে হবে। আগামী দিনে শরীর কতটা সঙ্গ দেবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। অবশ্যই ১০০০ গোলের মাইল ফলক স্পর্শ করা আমার স্বপ্ন। তবে যদি সেটা সম্ভব না’ও হয়, তাহলে কোনওরকম আক্ষেপ থাকবে না।’
আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করবেন রোনাল্ডো। তবে ক্লাব ও দেশের জার্সিতে এখনও টানা ৯০ মিনিট খেলে চলেছেন তিনি। ঈর্ষণীয় ফিটনেস এবং সংযত জীবনযাপনের জন্যই তা সম্ভব বলে মনে করছেন পর্তুগিজ মহাতারকা। একইসঙ্গে জাতীয় দলের হয়ে অন্তত আরও একটি খেতাব ঘরে তোলাই তাঁর। এর জন্য সতীর্থদের চেয়ে আরও বেশি সহযোগিতা চান সিআরসেভেন। এই প্রসঙ্গে রোনাল্ডোর মন্তব্য, ‘একরাশ স্বপ্ন নিয়ে মাত্র ১৮ বছর বয়সে দেশের জার্সি গায়ে চাপিয়েছিলাম। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে আজও খিদেটা একই রয়েছে। তবে বর্তমানে অনেক ফুটবলার আর দেশের হয়ে খেলতে চায় না। এটা খুবই দুর্ভাগ্যের। তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, কেরিয়ারে অনেক ক্লাবের হয়ে খেলেছি। অনেক ট্রফি জিতেছি। তবে দেশের জার্সিতে খেলার চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না। তাই আমি চাইব, আমাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে পর্তুগাল দল যেন আরও বেশি সাফল্য পায়।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা