খেলা

ফিট সার্টিফিকেট পেতেই বাংলা দলে মহম্মদ সামি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহু টালবাহানার পর অবশেষে চোটমুক্ত মহম্মদ সামি। এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে ইন্দোরে বাংলা দলে যোগ দিয়েছেন তিনি। ১৩-১৬ নভেম্বর মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর খেলার কথা। গুরুত্বপূর্ণ সময়ে সামির মতো পেসারকে স্কোয়াডে পেয়ে খুশি বাংলার টিম ম্যানেজমেন্ট। আকাশ দীপ, মুকেশ কুমাররা অস্ট্রেলিয়া সফরে। সেই অভাব অনেকটাই ঢেকে দিতে সফল ঈশান পোড়েল। বলা ভালো, তারকাদের অনুপস্থিতি তাঁর পুনর্জন্ম হয়েছে। এবার সামি যোগ দিলে বাংলার পেস আক্রমণ আরও শক্তিশালী হবে। তাছাড়া এই মুহূর্তে ‘সি’ গ্রুপে লক্ষ্মীরতন শুক্লার দল (৪ ম্যাচে ৮ পয়েন্ট) খুব একটা ভালো জায়গায় নেই। একটা জয় খুবই প্রয়োজন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাই ছ’পয়েন্টের লক্ষ্যে নামবেন অনুষ্টুপ মজুমদাররা। এই মুহূর্তে বাংলার স্কোয়াডে আছেন সামির ভাই ময়ম্মদ কাইফও। ইন্দোরের পিচে ঘাস থাকলে অতিরিক্ত পেসার খেলাতে পারেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। সেক্ষেত্রে দাদা-ভাইয়ের যুগলবন্দি দেখা যেতে পারে।
সামির ফিট হয়ে ওঠা শুধু বাংলার শিবিরে উচ্ছ্বাস বয়ে আনেনি, ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও স্বস্তি দিয়েছে। প্রায় ৩৫৯ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা যাবে ভারতীয় পেসারটিকে। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে শেষবার দেশের জার্সিতে দেখা গিয়েছিল সামিকে। শোনা যায়, চোট লুকিয়ে তিনি খেলেছিলেন। তাতে হিতে বিপরীত হয়। গোড়ালির ব্যথায় কাবু হয়ে অস্ত্রোপচার করাতে বাধ্য হন। রিহ্যাবে ভালোই সাড়া দিচ্ছিলেন। কলকাতায় এক অনুষ্ঠানে এসে বলেছিলেন, তিনি বাংলার হয়ে রনজি ট্রফির প্রথম দু’টি ম্যাচ খেলতে চান। কিন্তু হঠাৎ করে হাঁটুর সমস্যা তাঁর প্রত্যাবর্তনের পথ কঠিন করে দেয়। সামি ফের এনসিএ’তে রিহ্যাব শুরু করেন। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে পারেননি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল থেকে বাদ পড়েন। তবে নির্বাচকরা জানিয়েছিলেন, সামি দ্রুত ফিট হয়ে উঠলে সফরের মাঝ পথে তারকা পেসারকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। তাই সব কিছু নির্ভর করছে বাংলার জার্সিতে রনজিতে কেমন তিনি পারফর্ম করেন, তার উপর।
ডনের দেশে পাঁচটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ পারথে শুরু ২২ নভেম্বর। এই ম্যাচে সামির খেলার কোনও সম্ভাবনা নেই। কারণ, তিনি রনজির পাশাপাশি ২৩ নভেম্বর শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টেও অংশ নিতে পারেন। আইপিএল নিলামের আগে সংক্ষিপ্ত ফরম্যাটে ঝড় তুলতে চান স্পিডস্টার। কারণ, নিলামে না হলে চড়া দর পাওয়া যাবে না। তবে সামি ফিট হয়ে ওঠায় কোচ গম্ভীর ও ক্যাপ্টেন রোহিতের সুবিধা হবে দল সাজাতে। অস্ট্রেলিয়ায় বাউন্স ভরা পিচে সামির মতো অভিজ্ঞ পেসার থাকলে বুমরাহ অনেক চাপমুক্ত থাকবেন।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা