রাজ্য

এপারের সিম ব্যবহার করত আল কায়েদার বাংলাদেশি মাথারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশ থেকে আসা আল কায়েদা জঙ্গিদের সঙ্গে কথা বলার জন্য সীমান্তের ওপারে থাকা সংগঠনেৱ মাথারা ব্যবহার করত ভারতীয় সিম। এগুলি ব্যবহার করেই সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছিল গ্রুপ। এই সিমগুলি সরবরাহ করেছিল কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংগঠনের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে। একইসঙ্গে তাদের ই-ওয়ালেট ব্যবহার করা হতো টাকা আদানপ্রদানের জন্য।
বাংলাদেশ থেকে এদেশে আসা চার আল কায়েদা জঙ্গিকে সাহায্য করার অভিযোগে কয়েকদিন আগে বাংলা সহ ছয়টি রাজ্যে তল্লাশি চালায় এনআইএ। উদ্ধার হওয়া নথি থেকে তদন্তকারীরা জানতে পারেন, বাংলাদেশে সিম পাঠিয়েছে জঙ্গি সংগঠনের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা।  কলকাতা ও উত্তরবঙ্গের তিন-চারজন ব্যক্তি এই সিম জোগাড় করেছিল। সেই সিম ব্যবহার করে পদ্মাপারের ওপারে থাকা এই জঙ্গি সংগঠনের মাথারা এখানে থাকা চার জঙ্গির সঙ্গে কথা বলেছে। ধৃত বাংলাদেশি জঙ্গিরাও জেরায় জানিয়েছে, তারা এখানে আসার পর মোবাইল হ্যান্ডসেট ও সিমের ব্যবস্থা করে দেয় কলকাতা সহ বিভিন্ন রাজ্যে থাকা দালালরা। সেগুলি দিয়ে তারা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করত। এই মাধ্যমেই ভারতীয় সিম ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ রাখত বাংলাদেশের মাথারা। আল কায়েদার প্রতি সহানুভুতিশীল ব্যক্তিরা সিম জোগাড় করে সীমান্তে থাকা দালাল মারফত পাঠিয়ে দেয় বাংলাদেশে। কয়েক হাত ঘুরে তা পৌঁছে যায় আল কায়েদার চাঁইদের কাছে। সিম অ্যাক্টিভেট করার জন্য ওটিপি আসত এপারের ওই ব্যক্তিদের কাছে। তারা সেগুলি পাঠাত ভারতে থাকা চার বাংলাদেশি আল কায়েদা জঙ্গির কাছে। তাদের মাধ্যমে এই ওটিপি চলে যেত বাংলাদেশে। এভাবে সোশ্যাল মিডিয়ায় কত অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি সহানুভুতিশীল ব্যক্তিদের ই-ওয়ালেট ব্যবহার করা হতো বাংলাদেশ থেকে টাকা পাঠানোর জন্য। তার প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, বাংলাদেশে থাকা সংগঠনের চাঁইরা তাদের পরিচিত ব্যক্তিদের ই-ওয়ালেট ব্যবহার করে ভারতের বিভিন্ন ব্যক্তির ওয়ালেটে টাকা পাঠাত। 
11h 11m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা