রাজ্য

বুড়ো হাড়ে শান দিয়েই ছয় আসনের উপ নির্বাচনে মমতার সেনাপতি বক্সি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের প্রথম দিনের সৈনিক তিনি। আরও একটু স্পষ্ট করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত। পেরিয়েছেন ৭৪টি বসন্ত। সুউচ্চ চেহারায় কাঁধ আজও ঝোঁকেনি। নির্লোভ এবং বিতর্কহীন চরিত্র। তবে সোজা কথাটা কর্কশভাবে বলে দেন বলে অনেকে তাঁকে একটু ভয়ও পান। তাঁর আশেপাশে খুব একটা ঘেঁষতেও চান না। আর সেলফি তোলা তো বহু যোজন দূরে। গোটা দুনিয়া যখন সামাজিক মাধ্যমে ভর করে প্রচারমুখী, তখন তাতে তিনি শত হস্ত দূরে থাকেন। ফেসবুক, এক্স, ইন্ট্রাগ্রামে নেই। এখনও ব্যবহার করেন মান্ধাতা আমলের কি-প্যাড ফোন। তৃণমূলের জন্মলগ্ন থেকে তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে রাজ্য সভাপতি পদটি।‌ এহেন ‘বুড়ো হাড়ের’ সুব্রত বক্সির কাঁধে এবার ছয় উপনির্বাচনের গুরু দায়িত্ব।
আজ, বুধবার রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচন। ভোট হবে সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, তালড্যাংরা, নৈহাটি ও হাড়োয়া আসনে। শীতের মরশুম শুরু হওয়ার মুহূর্তে রাজনৈতিক উত্তাপে বেশ উত্তপ্ত এই ৬ বিধানসভা আসনের উপনির্বাচন। গোটা এই ভোট পর্ব সামলানোর গুরুদায়িত্ব তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাতে ন্যস্ত করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর আগে বাড়ি ফিরলেও এখন চিকিৎসকদের পরামর্শে রয়েছেন অভিষেক। তাঁকে মাস দুই পরতে হবে কালো চশমা। এমতাবস্থায় উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রার্থীদের নাম চূড়ান্ত করতে তৃণমূল নেত্রীকে সহযোগিতা করেন সুব্রত বক্সি। তারপর প্রার্থীদের মনোনয়নপত্র সংক্রান্ত বিষয় ও দলের তরফে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার গোটা পর্ব ভবানীপুর দলীয় কার্যালয় থেকে সামলেছেন তৃণমূল শিবিরে পরিচিত ‘বক্সিদা’। ৪০জন তারকা প্রচারকের নাম চূড়ান্ত করা, দলের শীর্ষ নেতৃত্বকে ছয়টি উপনির্বাচনের প্রচারে পাঠানো—সবটাই হয়েছে বক্সির তত্ত্ববধানে। নিজে যেমন বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সঙ্গে সংযোগকে নিবিড় করেছেন। তেমনই তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারকে উত্তর ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন। আবার বাকুঁড়ার তালড্যাংরায় পাঠিয়েছেন আশিস চক্রবর্তীকে। 
আজ ভোটের দিন তৃণমূল ভবন থেকে মনিটরিং করবেন বক্সি। সঙ্গে থাকবেন বক্সির বিশ্বস্ত কয়েকজন সৈনিক। যেখানে ভোট হচ্ছে, সেখানকার নেতাদের সঙ্গে ঘণ্টার ঘণ্টায় যোগাযোগ রাখা, কোনও অভিযোগ এলে নির্বাচন কমিশনে জানানো, প্রার্থীদের সঙ্গে কথা বলা—সবটাই আজ টিম বক্সি সামলাবে তৃণমূল ভবন থেকে। ভোটপর্বের ঘটনাপ্রবাহ তৃণমূল সুপ্রিমোকেও অবগত করা হবে। সব মিলিয়ে বুড়ো হাড়ের বক্সির ব্যাটে তৃণমূল ‘ছক্কা’ হাঁকাতে পারে কি না, তার উত্তর মিলবে ২৩ নভেম্বর। সুব্রতর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্যে স্থিতিশীল সরকার রয়েছে। উপনির্বাচনের ছয় কেন্দ্রেই মানুষ এবারও বিপুলভাবে আস্থা রাখবেন তৃণমূলের উপর।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা