রাজ্য

শান্তিপূর্ণ ভোটে উধাও বিরোধীকুল

নিজস্ব প্রতিনিধি: বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের ছয় কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনের ভোটগ্রহণপর্ব মিটল শান্তিতেই। মানুষ ভোটও দিলেন উৎসবের মেজাজে। বিকেল ৫টা পর্যন্ত সর্বসাকুল্যে ভোট পড়ল ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ৭৫.২০ শতাংশ বাঁকুড়ার তালডাংড়া কেন্দ্রে। এরপরই হাড়োয়াতে ৭৩.৯৫, মেদিনীপুরে ৭১.৮৫, সিতাই কেন্দ্রে ৬৬.৩৫, মাদারিহাটে ৬৪.১৪ এবং নৈহাটিতে ৬২.১০ শতাংশ ভোট পড়েছে। এই হার আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও এদিন বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৩৪২টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এরমধ্যে রাজনৈতিক দল তথা বিজেপির তরফে সর্বোচ্চ ৬৬, তৃণমূল কংগ্রেসের তরফে ৫টি এবং সিপিএম ও কংগ্রেস ৩টি করে অভিযোগ করেছে। 
এদিন মাদারিহাট ছাড়া বাকি পাঁচ কেন্দ্রে ভোটের দিন সেভাবে ময়দানেই দেখা গেল না পদ্ম শিবিরকে। বরং দাপট দেখা গেল রাজ্যের শাসক দলের। ধান কাটার মরশুম চলায় দক্ষিণবঙ্গের তালডাংরা ও মেদিনীপুরে ভোটের গতি সকালে কিছুটা শ্লথ ছিল। পরে দলে দলে মানুষ ভোটকেন্দ্রে ভিড় জমান। এদিন দুপুরে মাদারিহাটের মুজনাই চা বাগানের ৬২ নম্বর বুথে বিজেপি প্রার্থী রাহুল লোহার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। তাঁর অভিযোগ, তৃণমূল সমর্থকরা ঢিল ছুড়ে তাঁর গাড়ির কাচ ভেঙেছে। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা অবশ্য বলেন, বিজেপি প্রার্থী মিথ্যা বলেছেন। দলীয় কর্মীদের দিয়েই গাড়ির কাচ ভাঙিয়ে ‘নাটক’ করেছেন বিজেপি প্রার্থী। এই ঘটনা ছাড়া এদিনের ভোট ছিল প্রকৃত অর্থেই ঘটনাহীন।  
এদিন মাদারিহাটের তুলসীপাড়া চা বাগানের ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর বুথে, রাঙালিবাজনা, শিশুবাড়ি, মুজনাই, ইসলামাবাদ, দলদলির বহু বুথে বিজেপির এজেন্ট ছিল না। তেমনই সিতাইয়ে কার্যত ফাঁকা মাঠে গোল দিয়েছে রাজ্যের শাসকদল। বিরোধীদের কারও নির্বাচনী ক্যাম্প অফিস এখানে দেখা যায়নি। দিনভর এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যায় তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, প্রার্থী সঙ্গীতা রায়কে। জগদীশবাবু কয়েক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হন। 
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় অবশ্য এদিন সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়ে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূলের বুথক্যাম্প ছিল। কিন্তু বিজেপি, আইএসএফ বা কংগ্রেসের শিবির সেভাবে নজরে আসেনি। সব বুথে বিরোধী দলের এজেন্টও ছিল না। এদিন সকালে হাড়োয়া ব্লকের সদরপুর এলাকার ২০০ নম্বর বুথে ইভিএম বসানো নিয়ে তৃণমূলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্বয়ং বিজেপি প্রার্থী। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। নৈহাটিতেও এদিন শান্তিতেই ভোট-পর্ব মিটেছে। সকালের দিকে বুথে বিরোধী দলের এজেন্ট থাকলেও বেলা বাড়লে তাঁদের আর দেখা যায়নি। তাঁদের অভিযোগ, ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। শাসক দলের বিরুদ্ধে চাপা সন্ত্রাসের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। যদিও তা উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা দিনভর স্কুটার চেপে চষে বেড়ান কেন্দ্রে। 
বাঁকুড়ার জঙ্গলমহলের কেন্দ্র তালডাংরায় এদিন ভোটগ্রহণ নিয়ে উৎসাহ কিছুটা কম চোখে পড়েছে। সকালের দিকে লম্বা লাইন থাকলেও তালডাংরা, সিমলাপাল ও ইন্দপুর ব্লক এলাকার সিংহভাগ বুথে বেলা বাড়ার পর আর তেমন ভিড় ছিল না। 
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা