নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে উত্তাল হয়েছিল গোটা দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান নাড়িয়ে দিয়েছিল সমাজের বৃহৎ অংশকে। তারপর থেকেই গণপরিবহণ মাধ্যমে নারী সুরক্ষায় বাড়তি নজরদারি শুরু হয়েছিল। তার মধ্যে অন্যতম লক্ষ্য ছিল হাওড়া-শিয়ালদহ ডিভিশনের অধীনে থাকা চূড়ান্ত ব্যস্ত রেল স্টেশন ও চত্বর, যেখান দিয়ে প্রতিদিন অসংখ্য মহিলা যাতাযাত করেন। সংশ্লিষ্ট যাত্রীদের বাড়তি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভিড়ে ঠাসা স্টেশনগুলিকে সিসিটিভি অধীনে আনার সক্রিয়তা বেড়েছে। গতমাসে অর্থাৎ স্রেফ অক্টোবরে পূর্ব রেলের অধীনে থাকা ২০টি স্টেশনে অতিরিক্ত ৫৬৮টি সিসিটিভি লাগানো হয়েছে। এই স্টেশনগুলি হল বনগাঁ, অশোকনগর, বিড়া, গোবরডাঙা, গোপালনগর, গুমা, মাঝেরগ্রাম, মছলন্দপুর, ঠাকুরনগর, রামপুরহাট, বোলপুর, বারহাড়োয়া, নিউ ফারাক্কা, জসিডি, বৈদ্যনাথ ধাম, পানাগড়, রায়গঞ্জ, ভাগলপুর, চিত্তরঞ্জন ও মধুপুর।
পূর্ব রেলের অতিগুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে আগেই সিসিটিভি লাগানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল হাওড়া, শিয়ালদহ, কলকাতা, মালদহ, দুর্গাপুর। আরপিএফের তরফে জানান হয়েছে, মহিলা যাত্রীদের জন্য ধারাবাহিক পেট্রলিং চলে। তবে সিসিটিভির মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা আরও উন্নততর পর্যায়ে পৌঁছয়। কারণ, এই প্রযুক্তির সহায়তায় রেল স্টেশনের বিভিন্ন কোণে রিয়েল টাইমের ছবি ধরা পড়ে, যার মাধ্যমে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনায় দ্রুত পদক্ষেপ করা যায়। পাশাপাশি অপরাধী চিহ্নিতকরণের প্রক্রিয়া সহজতর হয়। রেলের তরফে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে অক্টোবর মাস পর্যন্ত পূর্ব রেলের অধীন ৬৫টি স্টেশনে সব মিলিয়ে ১,৬২৫টি সিসিটিভি লাগানো হয়েছে।