বিদেশ

হাসিনাকে গ্রেপ্তার করতে মরিয়া তত্ত্বাবধায়ক সরকার, রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলকে চিঠি

ঢাকা, ১২ নভেম্বর: শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এবার রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আর্জি জানিয়ে চিঠি দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস। গত রবিবার সেই চিঠি পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম। আজ, মঙ্গলবার সেই বিষয়ে সংবাদমাধ্যমে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ‘শেখ হাসিনা যেহেতু মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু তিনি বাংলাদেশের বাইরে চলে গিয়েছেন তাই তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সেই কারণেই ইন্টারপোল যাতে তাঁকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে তাই আমরা আর্জি জানিয়ে চিঠি দিয়েছি।’ কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর শেখ হাসিনা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের সহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু হাসিনা বাংলাদেশের বাইরে থাকার জন্য তাঁকে গ্রেপ্তার করতে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ নিতে পারছে না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দেওয়ার পরই ভেঙে দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৪ অক্টোবর পুনরায় সেটি পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক মহিতুল হক এনাম চৌধুরীকে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা