বিদেশ

ট্রাম্প-পুতিন ফোনালাপের বিষয়টি ‘মিথ্যা’: ক্রেমলিন

মস্কো: গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কোনও কথাই হয়নি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সংবাদমাধ্যমের দাবি নাাকচ করে জানাল মস্কো। রবিবার প্রকাশিত রিপোর্টে ‘ওয়াশিংটন পোস্ট’ দাবি করেছিল, বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। দু’জনের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। সোমবার সেই রিপোর্টকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। স্পষ্ট জানিয়ে দিলেন, বর্তমানে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। পেসকভের কথায়, ‘এটা কল্পকাহিনি ছাড়া কিছুই নয়। কোনও ফোনালাপ হয়নি। আজকাল প্রকাশিত তথ্যের মান কেমন এই ঘটনা তার অন্যতম উদাহরণ। মাঝেমধ্যে প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থাগুলিও এমন তথ্য পরিবেশন করে থাকে।’ 
রবিবার প্রকাশিত রিপোর্টে ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছিল, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। স্পেসএক্স কর্তা এলন মাস্কও সেই ফোনে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরের দিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ্যে আসেনি। রিপোর্ট অনুযায়ী, ইউরোপে মার্কিন বাহিনীর উপস্থিতির কথা মনে করিয়ে দেন প্রেসিডেন্ট ইলেক্ট। ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিনের সঙ্গে দ্রুত আলোচনায় বসার প্রস্তাবও দেন রিপাবলিকান নেতা। সোমবার মার্কিন সংবাদমাধ্যমের সেই রিপোর্টকে পত্রপাঠ নাকচ করল মস্কো। এর আগেও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট উড়িয়ে দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র। পরে দেখা গিয়েছে, অধিকাংশ খবরই সত্য। সম্প্রতি পেসকভ দাবি করেছিলেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনার উপস্থিতির খবর মিথ্যে। যদিও পুতিনের দেশে কিম সেনার ছবি ততক্ষণে প্রকাশ্যে চলে এসেছিল।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা