বিদেশ

আত্মঘাতী বিস্ফোরণ পাকিস্তানের রেল স্টেশনে, নিহত ১৪ পুলিসকর্মী সহ ২৭

ইসলামাবাদ: ফের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। শনিবারের সকালে জোরালো আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে প্রাদেশিক রাজধানী কোয়েটার রেল স্টেশন চত্বর। ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৪ জন পুলিসকর্মী। আহত আরও ৬২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি। জানা গিয়েছে, অভিযুক্ত মালপত্র নিয়ে স্টেশন চত্বরে প্রবেশ করেছিল। এই হামলার তীব্র নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি বলেন, ‘আম জনতার উপর এই আক্রমণ নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।’
এদিন সকাল ন’টা নাগাদ স্টেশনের একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস। ট্রেনে ওঠার জন্য তখন যাত্রীদের ব্যস্ততা তুঙ্গে। এরইমধ্যে বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠে প্লাটফর্ম। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় প্ল্যাটফর্মের ছাদ। আতঙ্কে আর্তচিৎকার শুরু করেন লোকজন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিস ও উদ্ধারকারী দলের সদস্যরা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। 
কয়েক বছর ধরে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের হামলার সাক্ষী থেকেছে বালুচিস্তান ও খাইবার পাখতুনওয়া প্রদেশ। গত সপ্তাহে বালুচিস্তানের মাস্তুং জেলায় মেয়েদের স্কুল ও হাসাপাতালের কাছে ঘটানো বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়। সরকারি হিসেব বলছে চলতি বছরে বিভিন্ন হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। যা আগের  বছরের তুলনায় বেশি। বালোচ লিবারেশন আর্মির অভিযোগ, প্রশাসন আঞ্চলিক সম্পদ ব্যবহার করছে। অথচ প্রদেশের উন্নয়ন নিয়ে কোনও ভাবনা চিন্তা করছে না। যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পাক সরকার। প্রশাসনের দাবি, বেশ কিছু বিদেশি শক্তি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছে। তার জেরেই এই হামলা।  
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা