বিদেশ

ট্রাম্পকে হত্যা করতে এজেন্ট নিয়োগ করেছিল ইরান, অভিযোগ আমেরিকার বিচার বিভাগের

ওয়াশিংটন: ইতিমধ্যেই দু’বার প্রাণনাশের চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন তিনি। সর্বশেষটি ছিল জুলাই মাসে। বাটলারে নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখার সময় কান ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল গুলি। মার্কিন প্রেসিডেন্ট পদ দ্বিতীয়বার নিশ্চিত হওয়ার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার ষড়যন্ত্র সামনে এল। শুক্রবার মার্কিন বিচার বিভাগের দাবি, ভাবী প্রেসিডেন্টকে খুনের ছকের নেপথ্যে রয়েছে ইরানের এলিট ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। এজন্য তারা দায়িত্ব দিয়েছিল ফারহাদ শাকেরি (৫১) নামে এক এজেন্টকে। তাকে প্রথমে বলা হয়েছিল, মার্কিন ও ইহুদিদের বিরুদ্ধে হামলা চালাতে হবে। পরে ৭ অক্টোবর সেই নির্দেশে বদল আসে। বলা হয় হত্যা করতে হবে ট্রাম্পকে। এর জন্য সাতদিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু শাকেরি স্পষ্টই বলেন, সাতদিনে ওই কাজ সম্ভব নয়। তখন আইআরজিসি জানায়, তাহলে প্রেসিডেন্ট নির্বাচন মিটে গেলে ওই কাজ করতে হবে। কারণ ভোটে জিততে পারবেন না ট্রাম্প। ফলে তখন ট্রাম্পকে হত্যার কাজ সহজ হবে। এক জেলবন্দি সহযোগীর সাজা লঘু করার শর্তে মার্কিন তদন্তাকারী সংস্থা এফবিআইর-এর এজেন্টকে ওই তথ্য গোপনে দিয়েছিল স্বয়ং শাকেরি। এই ঘটনায় শাকেরির নামে মামলা দায়ের করেছে বিচার বিভাগ। যদিও ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র নিয়ে আমেরিকার তোলা অভিযোগ ইরান অস্বীকার করেছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড বলেছেন, ‘ইরান সরকার নিযুক্ত এক ব্যক্তিকে বিচার বিভাগ অভিযুক্ত করেছে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক মার্কিন নাগরিককে হত্যার ছক কষেছিল ইরান। সেই ছকই কার্যকর করার লক্ষ্যে অভিযুক্ত ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কার্যসিদ্ধির জন্য অপরাধ জগতের সঙ্গে যুক্ত সঙ্গীদের কাজে লাগানো হয়েছিল।’ উল্লেখ্য,  ইরানের এলিট বাহিনী আইআরজিসি-কে আগেই জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা। এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে বলেন, ইরান যে মার্কিন নাগরিকদের নিশানা বানানোর চেষ্টা বন্ধ করেনি, এই ঘটনা থেকেই তা স্পষ্ট। বিভিন্ন অপরাধী ও হিটম্যানদের কাজে লাগিয়ে আমেরিকার মাটিতেই মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইরানের লেভলিউশনারি গার্ড বাহিনী। এসব কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
মার্কিন বিচার বিভাগের বিবৃতি বলছে, অভিযুক্ত ফারহাদ শাকেরি শৈশবে আমেরিকায় প্রবেশ করেছিল। পরবর্তীকালে ডাকাতির এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটার শাকেরিকে ২০০৮ সালে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়। ওই ব্যক্তি আদতে একজন আফগান। মার্কিন বিচার বিভাগ মনে করছে, শাকেরি বর্তমানে ইরানেই রয়েছে। ইরানের শাসকদের রোষে থাকা এক মহিলা সাংবাদিককে খুনের জন্য দুই ব্যক্তিকে এক লক্ষ ডলারের সুপারিও দিয়েছিল সে। জেলে থাকার সময় ওই দুই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। কার্লিসল রিভেরা ও জোনাথন লোয়াদহল্ট নামে এই দুই ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছে বিচার বিভাগ।
২০২০ সালে মার্কিন ড্রোন হানায় আইআরজিসি-এর অন্যতম শীর্ষ নেতা জেনারেল কাসিম সুলেইমানি খুন হন। মার্কিন বিচারবিভাগের দাবি, ইরান মনে করছে ওই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বদলা নিতেই ট্রাম্পকে হত্যার ছক কষা হয়। যদিও ইরানের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমেরিকা এর আগেও এমন অভিযোগ করেছিল। কিন্তু সেগুলিও মিথ্যা প্রমাণিত হয়েছিল।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা