বিদেশ

পাকিস্তানের রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৪, আহত ৪৪

ইসলামাবাদ, ৯ নভেম্বর: সন্ত্রাসের আঁতুরঘর পাকিস্তানেই ভয়াবহ বোমা বিস্ফোরণ। যার জেরে শনিবার সকালে রক্তে ভিজল বেলুচিস্তানের মাটি। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের কোয়েট্টা রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। আহতের সংখ্যা প্রায় ৪৪। তবে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলেই অনুমান।
স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের সময় কোয়েট্টা রেল স্টেশন ছিল জনবহুল। ফলে প্রবল বিস্ফোরণের ধাক্কায় স্টেশন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়  মৃতদেহের সারি। এমনকী বিস্ফোরণের ফলে স্টেশনের ছাদ পর্যন্ত উড়ে যায়।
এক পুলিস আধিকারিক জানান, পেশোয়ারগামী একটি ট্রেন ছাড়ার মাত্র কিছুক্ষণ আগে বিস্ফোরণটি ঘটে। যার ফলে গোটা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দূরদূরান্ত থেকে এর শব্দ শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিরাট পুলিস ও দমকল বাহিনী। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আহত ৪৪ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা