কলকাতা

মনোজ মিত্রের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত মনোজ মিত্র। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব। মঙ্গলবার সব লড়াই শেষ। সকাল ৮-৪৫ মিনিটে সল্টলেকের এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর স্ত্রী ও এক কন্যা বর্তমান। মনোজবাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রখ্যাত নট, নাট্যকার ও পরিচালক, ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্রর প্রয়াণে আমি শোকাহত।’ বেলায় মনোজবাবুর মরদেহ অ্যাকাডেমি অব ফাইন আর্টস ও রবীন্দ্র সদনে শায়িত রাখা হয়। হাসপাতালে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন আর এক মন্ত্রী ইন্দ্রনীল সেন। রবীন্দ্র সদনে শ্রদ্ধা জানান দুলাল লাহিড়ি, দেবশঙ্কর হালদার, বিশ্বজিৎ চক্রবর্তী, জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু প্রমুখ। এদিন সেখানেই মনোজ মিত্রকে গান স্যালুট দেওয়া হয়। শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে। 
 মনোজ মিত্রের প্রয়াণ যেন একটা প্রজন্মের থেমে যাওয়া। প্রবীণ নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মন্তব্য, ‘একটা ধাক্কা খেলাম। কাজের মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকবেন।’ ১৯৮০ সালে মনোজ মিত্রের লেখা ‘সাজানো বাগান’ নাটক অবলম্বনে পরিচালক তপন সিংহের ‘বাঞ্ছারামের বাগান’ অমর সৃষ্টি। বৃদ্ধ বাঞ্ছার ভূমিকায় মনোজবাবুর অভিনয় ঘিরে বিদায়বেলাতেও প্রবল চর্চা। দীপঙ্কর দে’র স্মৃতিচারণ, ‘মনোজ বাবুর সঙ্গে প্রথম কাজ করেছিলাম বাঞ্ছারামের বাগানে। সেই সময় তার সঙ্গে সখ্য গড়ে ওঠে।’ আবার শত্রু সিনেমায় ভিলেন নিশিকান্ত সাহার ভূমিকাতেও তিনি একইরকম সাবলীল। নাট্যকার মেঘনাদ ভট্টাচার্য বলেন, ‘ওঁর প্রয়াণে নিঃস্ব হলাম।’ বিশিষ্ট অভিনেতা দুলাল লাহিড়ির স্মৃতিচারণ, ‘রামকৃষ্ণ ও গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে নাটক লেখার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু তা আর হল না।’
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা