কলকাতা

রেজিস্ট্রির বছর পার, মেলেনি ম্যারেজ সার্টিফিকেট

সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: গত বছর অক্টোবর মাসে হাওড়া সদরের সাব রেজিস্ট্রি অফিসে ম্যারেজ সার্টিফিকেট পেতে আবেদন জানিয়েছিলেন সুব্রত সেন ও অরুন্ধতী সরকার নামে এক দম্পতি। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তবে এক বছরের বেশি হতে চলল এখনও ম্যারেজ সার্টিফিকেট হাতে পেলেন না তাঁরা। বিদেশ যাওয়ার জন্য ভিসার আবেদন বা বাড়ির ঠিকানা পরিবর্তন, কিছুই করতে পারছেন না দিল্লি নিবাসী এই দম্পতি। এ সমস্যা তাঁদের শুধু নয়, ম্যারেজ সার্টিফিকেট না পাওয়ায় মহা সমস্যায় পড়েছে আরও অনেকে। এক বছরেরও বেশি সময় ধরে ম্যারেজ রেজিস্ট্রির সরকারি সাইটে লগ ইন হচ্ছে না। তাই সার্টিফিকেট মিলছে না। কেন লগ ইন হচ্ছে না? প্রশ্নের উত্তর জানেন না খোদ আধিকারিকরাই।
হাওড়া জেলা হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক ডাঃ বলরাম সরকার ২০২৩ সালের অক্টোবর মাসে মেয়ের বিবাহ দেন। ১২ অক্টোবর মেয়ে অরুন্ধতী সরকার ও জামাই সুব্রত সেন বিয়ের সার্টিফিকেট পেতে হাওড়ার সাব রেজিস্ট্রি অফিসে আবেদন জানান। সরকারের নিয়ম মেনে নথিপত্র যাচাই, সাক্ষীদের বিস্তারিত বিবরণ, নবদম্পতির ফিঙ্গার প্রিন্ট নেওয়া সহ যাবতীয় প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়। সেদিন আরও প্রায় পাঁচ দম্পতির রেজিস্ট্রি হয়েছিল। নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রির এক মাসের মধ্যে ম্যারেজ সার্টিফিকেট হাতে পাওয়ার কথা। কিন্তু সেই অক্টোবর মাস থেকে কোনও এক অজানা কারণে বন্ধ রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজের (আরজিএম) ওয়েবসাইটে লগ ইন প্রক্রিয়া। ফলে চরম দুর্ভোগে একাধিক নব বিবাহিত।
মাসের পর মাস অপেক্ষা করেও সার্টিফিকেট না পেয়ে একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন সুব্রত ও অরুন্ধতী। বেসরকারি সংস্থায় চাকরিসূত্রে দিল্লিতে রয়েছেন তাঁরা। সুব্রতবাবু বলেন, ‘ভবিষ্যতে বিদেশে যেতে হলে ভিসার আবেদন করতে হবে। ম্যারেজ সার্টিফিকেট হাতে না পেলে স্ত্রীকে নিয়ে যেতে পারব না। দিল্লিতে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের খুব সমস্যা হচ্ছে।’
জেলা সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাস থেকেই ম্যারেজ সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে। সাইটে লগ ইন করার জন্য ওটিপি মারফত যে নতুন পাসওয়ার্ড দিতে হয়, সেটাও মেলেনি। সে সময় কয়েকজন দম্পতির ম্যারেজ সার্টিফিকেটের প্রায় নব্বই শতাংশ কাজ সম্পন্ন করা হলেও শেষ ধাপে তথ্যের ম্যানুয়াল এন্ট্রি সম্ভব হয়নি। তাই সার্টিফিকেটও আসেনি। পুরনো আবেদন প্রক্রিয়া পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত নতুন করে ফের ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদনও করতে পারছেন না সমস্যাদীর্ণ দম্পতিরা। বিষয়টি নিয়ে হাওড়া শহরের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার সুকান্ত মণ্ডল বলেন, ‘আরজিএম থেকে টেকনিক্যাল ত্রুটি না মেটালে এখান থেকে লগ ইন সম্ভব নয়। এই সমস্যা শুধু হাওড়ায় নয় গোটা রাজ্যেরই। সে কারণে নতুন করে দম্পতিরা এখানে এসে ম্যারেজ সার্টিফিকেটের আবেদন করতে পারছেন না। কিন্তু গত বছর অক্টোবর মাসে আবেদনের প্রক্রিয়া শেষ করার পরও কেন দম্পতিরা সার্টিফিকেট হাতে পাননি, তা খতিয়ে দেখা হচ্ছে।’ এক বছর আগেও মাত্র ৫০০ টাকায় সরকারি দপ্তরে গিয়ে বিয়ের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারতেন দম্পতিরা। কিন্তু সেটা বন্ধ থাকার কারণে বর্তমানে বাধ্য হয়ে কয়েক গুণ অতিরিক্ত টাকার বিনিময়ে বেসরকারি ম্যারেজ রেজিস্ট্রি কনসালটেন্টদের দ্বারস্থ হতে হচ্ছে তাঁদের।
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা