কলকাতা

প্রিন্ট করা নকল নোট দিয়ে  হাপিস ২৬ লক্ষের সোনা! ছদ্মবেশে চার অভিযুক্তকে ধরলেন গোয়েন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সইফ আলি খান অভিনীত হিন্দি সিনেমা ‘রেস-টু’। সেখানে কাগজে ৫ মিলিয়ন ইউরোর নোট ছাপিয়ে ক্যাসিনো মালিককে ঠকিয়েছিলেন নায়ক। বান্ডিলের উপরে আর নীচে আসল নোটের প্রিন্ট রেখে ভিতরে সাদা কাগজ ভরে দিয়েছিলেন সইফ। বাস্তবে কলকাতায় সেই চিত্রনাট্য ‘চুরি’ করেই বড়বাজারের স্বর্ণ ব্যবসায়ীকে বোকা বানাল চার দুষ্কৃতী। 
সাদা কাগজে ৫০০ টাকার নোট প্রিন্ট করে ব্যবসায়ীর থেকে ২৭ লক্ষ টাকার কাঁচা সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। তদন্তে নেমে স্বর্ণ ব্যবসায়ী সেজে অভিযুক্তদের ফাঁদে ফেললেন লালবাজারের গোয়েন্দারা। জোড়াসাঁকো থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার হাওড়া ময়দান থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগের ওয়াচ শাখা। ধৃতরা রাজস্থানি গ্যাংয়ের সদস্য। লালবাজার জানিয়েছে, ধৃতদের নাম সীতারাম (৪২), কানহাইয়া লাল (২৬), কানহাইয়া লাল (৩১)। প্রত্যেকেই রাজস্থানের বিকানিরের বাসিন্দা। কলকাতায় গ্যাংয়ের সদস্য হিসেবে কাজ করেছে আফ্রিদি হুসেন (২১)। হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা সে। 
লালবাজার জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর বড়বাজারের ব্যবসায়ী প্রজ্ঞান প্রদোষ পারিদাকে কাঁচা সোনার ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে একজন ২৭ লক্ষ টাকার কাঁচা সোনার বরাত দেয়। পরদিন মহাত্মা গান্ধী রোডের কাছে একটি হোটেলের নীচে কাঁচা সোনার পরিবর্তে ৫০০ টাকার নোটের বান্ডিলে ২৭ লক্ষ টাকা দেয় দু’জন। সেই বান্ডিল দোকানে গিয়ে খুলতেই চক্ষু চড়কগাছ ব্যবসায়ীর। চকচকে বান্ডিলের উপর আর নীচের ৫০০ টাকার নোটটি সাদা কাগজে প্রিন্ট করা। বান্ডিলের ভিতরে থরে থরে সাজানো ধবধবে সাদা কাগজ। এরপরেই জোড়াসাঁকো থানার দ্বারস্থ হন ব্যবসায়ী। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং ফোনের কল ডিটেলস রেকর্ড করেন তদন্তকারীরা। সেসব খতিয়ে দেখে সল্টলেকের সুকান্তনগরের লোকেশন পায় পুলিস। সেখানে গিয়েও অভিযুক্তদের হদিশ মেলেনি। 
অভিযুক্তদের জালে তুলতে ফাঁদ পাতেন লালবাজারের গোয়েন্দারা। স্বর্ণ ব্যবসায়ী সাজেন ওয়াচ শাখার তিন গোয়েন্দা। ছদ্মবেশে অভিযুক্তদের ফোন নম্বরে যোগাযোগ করেন তাঁরা। ১৫ লক্ষ টাকার সোনার গয়নার বিনিময়ে টাকা চান গোয়েন্দারা। পুলিসি টোপ গিলে নেয় দুষ্কৃতী। ঠিক হয় হাওড়া ময়দান বাসস্ট্যান্ডের কাছে হবে লেনদেন। সেখানে প্রিন্ট করা কাগজে ৫০০ টাকার নোট নিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে প্রমাণ সহ অভিযুক্তদের পাকড়াও করেন গোয়েন্দারা। ধৃতরা জেরায় জানিয়েছে, সুকান্তনগরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাদা কাগজে ৫০০’র নোট প্রিন্ট করত তারা। উপরে ও নীচে তা রেখে মাঝে একই মাপের সাদা কাগজ ভরে বান্ডিল তৈরি করত তারা। প্রিন্টার, কাটার মেশিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিস।
16h 16m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা