কলকাতা

নেই পিচের আস্তরণ, চুরমার পিয়ালি স্টেশন থেকে ঘুটিয়ারি শরিফের রাস্তা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার বেশিরভাগ অংশেই উঠে গিয়েছে পিচের আস্তরণ। খানাখন্দে ভরা পথ অতিক্রম করে দিনের পর দিন যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। কিছু কিছু জায়গায় আবার গভীর গর্ত হয়ে গিয়েছে। বর্তমানে এমনই অবস্থা ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের পিয়ালি স্টেশন থেকে ঘুটিয়ারি শরিফ যাওয়ার প্রায় দশ কিলোমিটার রাস্তার। এই নিয়ে বারে বারে পঞ্চায়েত ও প্রশাসনকে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। কিন্তু রাস্তার হাল ফেরেনি।
কবে থেকে এই রাস্তা খারাপ? কেউ বলছেন দু’বছর, কারও দাবি তারও আগে থেকে বেহাল দশা এই সড়কের। এই রাস্তাই হরিসভা মোড় থেকে ছাটুয়াপাড়া দিয়ে গৌড়দহ হয়ে সোজা যাচ্ছে ঘুটিয়ারি শরিফ স্টেশন। কিন্তু সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে রীতিমত আতঙ্কিত বোধ করেন যাত্রীরা। বিভিন্ন জায়গায় রাস্তা যেভাবে ঢেউ খেলে গিয়েছে, তাতে জীবনের ঝুঁকি নিয়ে মোটরভ্যানে করে যেতে হয় তাঁদের। কারণ, যখন-তখন ভ্যান উল্টে যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেহাল রাস্তার জন্য ছোট ও মাঝারি দুর্ঘটনাও ঘটেছে। তবুও এই রাস্তা সারাই করার ব্যাপারে কোনও হেলদোল নেই প্রশাসনের।
ক্যানিং ১ নম্বর ব্লকের বাঁশরা পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ছিল। পরে তা মেরামত করার দায়িত্ব নেয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ। কয়েক বছর আগে একবার পিচের প্রলেপ পড়লেও কিছুদিনের মধ্যেই তা উঠে যায়। এই রাস্তা দিয়ে ভারী লরি যাতায়াত করে। কিন্তু রাস্তার বহন ক্ষমতা কম। তাই এবার ভালো করে সারাই করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, রাস্তা ঠিক করার জন্য অনেকবার চিঠি দেওয়া হয়েছিল। আধিকারিকরা ঘুরে দেখেও গিয়েছিলেন। কিন্তু কত টাকার কাজ হতে পারে, সেটা হিসেব করতে গিয়ে একটা ভুল হয়েছিল। তবে সেসব ঠিক করা হয়েছে। দেড় কোটি টাকা খরচ করে এই রাস্তা সংস্কার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শীঘ্রই কাজ শুরু হবে।
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা