দেশ

ভোটে পরিবারবাদেরই রমরমা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোথাও পরস্পরের প্রধান প্রতিপক্ষ ডিভোর্স হয়ে যাওয়া স্বামী-স্ত্রী। আবার কোথাও নিজের ভাইপোর সঙ্গে কাকার যুদ্ধ। একই পরিবারের দুই ভাই প্রার্থী হয়েছেন একাধিক ক্ষেত্রে। মহারাষ্ট্রজুড়ে পরিবারবাদই যেন রাজনীতির চালিকাশক্তি। সবথেকে বড় উদাহরণ থ্যাকারে পরিবার, দেশমুখ পরিবার, পাওয়ার পরিবার, রানে পরিবার। চিত্রতারকা রীতেশ দেশমুখ আজকাল প্রচন্ড ব্যস্ত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্র রীতেশ দেশমুখ হিন্দি ও মারাঠা চলচ্চিত্রের স্টার। মহারাষ্ট্র বিধানসভা ভোটে দেশমুখ পরিবারের দুর্গ লাতুর থেকে তাঁর দুই ভাই প্রার্থী হয়েছেন। অমিত দেশমুখ প্রার্থী হয়েছেন লাতুর শহর থেকে। আর অন্য ভাই ধীরাজ দেশমুখ প্রার্থী লাতুর গ্রামীণ আসন থেকে। দুই ভাইই প্রার্থী হয়েছেন কংগ্রেস থেকে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবথেকে বেশি বিরোধিতা করেন পরিবারবাদের। অথচ মহারাষ্ট্রে তাঁর দল এবং জোটের প্রার্থীদের মধ্যে পরিবারবাদেরই ভিড়। দলবদলু নেতা বিজেপির রাজ্যসভার সদস্য অশোক চহ্বনের মেয়ে শ্রীজয়াকে গেরুয়া শিবির টিকিট দিয়েছে তাদের গড় নানদেদ থেকে। মহারাষ্ট্রের প্রাক্তন আর এক মুখ্যমন্ত্রী বিজেপি এমপি নারায়ণ রানের দুই পুত্র এবার প্রার্থী একজন বিজেপি দলের। অন্যজন সিন্ধে শিবসেনার। উদ্ধব থ্যাকারের পুত্র আদিত্য থ্যাকারে ওরলি কেন্দ্র থেকে শিবসেনা প্রার্থী। এই আসন থেকেই তিনি বিধায়ক হয়েছিলেন। আবার তাঁর মামাতো ভাই বরুণ সরদেশাই বান্দ্রা (ইস্ট) থেকে দলীয় প্রার্থী । মাহিম থেকে প্রার্থী হয়েছেন বালাসাহেব থ্যাকারের ভাইপো রাজ থ্যাকারের পুত্র অমিত থ্যাকারে। মাহিমে বস্তুত সবথেকে আকর্ষণীয় লড়াই। শিবসেনা ভেঙে তিন টুকরো হয়েছে। মাহিমে সেই তিন শিবসেনার মধ্যে যুদ্ধ। রাজ থ্যাকারের নবনির্মাণ সেনা। উদ্ধব থ্যাকারের শিবসেনা। একনাথ সিন্ধের শিবসেনা। 
বারামতী কেন্দ্র থেকে শারদ পাওয়ারের পরিবারের দুই যুযুধান কাকা ভাইপো। অজিত পাওয়ারের বিরুদ্ধে লড়াইয়ে এবার নামানো হয়েছে যুগেন্দ্র পাওয়ারকে। যিনি শারদ পাওয়ারের নাতি। আর অজিত পাওয়ারের নিজের ভাইপো। শারদের আর এক নাতি রোহিত লড়ছেন বিজেপির রাম সিন্ধের বিরুদ্ধে। শারদের দলের নেতা জয়ন্ত পাতিল ও তাঁর ভাইপো উভয়েই দলের টিকিট পেয়েছেন। অন্যদিকে অজিত গোষ্ঠীর নেতা ছগন ভুজবল লড়ছেন দলের টিকিটে আর তাঁর বিদ্রোহী ভাইপো লড়াই করছেন নির্দল হিসেবে। শম্ভাজিনগরে এবার আকর্ষণীয় লড়াই। নির্দল প্রার্থী হর্ষবর্ধন যাদবের প্রতিদ্বন্দ্বী তাঁর বিবাহ বিচ্ছিন্না স্ত্রী শিবসেনা প্রার্থী সঞ্জনা। সঞ্জনার ভাই আবার দানভে কেন্দ্রের বিজেপি প্রার্থী।
প্রাক্তন মন্ত্রী গণেশ নায়েক আইরোলি কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী। আবার ঠিক পাশের বিধানসভা কেন্দ্র বেলাপুর থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী তাঁরই পুত্র সন্দীপ নায়েক। বিজয়কুমার গাভিট বিজেপি প্রার্থী নন্দুরবার কেন্দ্র থেকে। আর তাঁর কন্যা নির্দল প্রার্থী আকালকুয়া কেন্দ্রে। বিজেপির মুম্বই শহরের সভাপতি আশিস শেলার বান্দ্রা (ওয়েস্ট) থেকে বিজেপি প্রার্থী। আর তাঁর ভাই বিনোদ শেলার মালাড থেকে বিজেপি প্রার্থী। মুম্বই শহরজুড়ে শুধুই পরিবারবাদের রমরমা। অথচ নরেন্দ্র মোদি এবং অমিত শাহেরা এখানেই প্রচারে এসে গান্ধী নেহরু পরিবারবাদের তীব্র সমালোচনা করে যাচ্ছেন সভা সমাবেশে। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা