দেশ

সংসদ ভবনে নেহরুর জন্মদিন পালনে রাজনাথ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উপলক্ষ, সংসদ ভবনে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৫তম জন্মবার্ষিকী পালন। আর এই উপলক্ষকে মাথায় রেখেই বিরোধীদের প্রতি সুর নরম করার বার্তা দিল কেন্দ্রের মোদি সরকার। অন্তত এমনই দাবি করেছে তৃণমূল তথা বিরোধী শিবির। কারণ, এদিন সংসদ ভবনে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম প্রধান সদস্য রাজনাথ সিংকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল তথা বিরোধী শিবিরের দাবি, অতীতে এই দৃশ্য কল্পনাও করা যায়নি। 
কেন্দ্রে ক্ষমতায় আসার পর পণ্ডিত নেহরুকে সেভাবে কখনও গুরুত্বই দেয়নি বিজেপি। একাধিকবার এই অভিযোগ করেছে কংগ্রেস শিবির। কিন্তু এবার স্বয়ং রাজনাথ সিংকে পাঠিয়ে আদতে মোদি বিরোধী শিবিরের উদ্দেশে বার্তা দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। এদিকে, সামনেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসতে পারে সরকার পক্ষ। ফলে বিরোধীদের উদ্দেশে কার্যত সুর নরম করার বার্তা দিয়ে একাধিক ইস্যুতে তাদের পাশে পেতেই মরিয়া হয়েছেন নরেন্দ্র মোদি। যদিও বৃহস্পতিবার 
সংসদ ভবনের অনুষ্ঠানে কংগ্রেস এবং তৃণমূল ছাড়া অন্য কোনও বিরোধী দল উপস্থিত ছিল না। 
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা