রাজ্য

শিয়ালদহ-শান্তিপুর শাখায় রাসযাত্রা উপলক্ষ্যে স্পেশাল ট্রেন, বাড়তি স্টপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে রাস উৎসব। রাসযাত্রায় শুধু নদীয়া নয়, দূরের জেলা থেকেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শান্তিপুরে। স্বভাবতই শিয়ালদহ-শান্তিপুর শাখার ট্রেনে বাড়তি ভিড় হয় যাত্রীদের। রাস উপলক্ষ্যে বিরাট সংখ্যক যাত্রীদের ট্রেন যাত্রা মসৃণ করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল। তারা সিদ্ধান্ত নিয়েছে, আগামী শনি ও রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় স্পেশাল ট্রেন চালাবে। এই বিশেষ ট্রেনটি শিয়ালদহ থেকে শনি ও রবিবার রাত ৯টা ৬ মিনিটে যাত্রা করবে। যাত্রাপথে এটি দমদম, বারাকপুর, নৈহাটি, কল্যাণী, রানাঘাট, কালীনারায়ণপুর, হবিবপুর, ফুলিয়া, বাথনা কৃত্তিবাস স্টেশন হয়ে রাত ১১টা ৩২ মিনিটে শান্তিপুর পৌঁছবে। আবার ফিরতি রুটে যাত্রী তুলে রাত ১২টা ১০ মিনিটে শান্তিপুর স্টেশন থেকে ছাড়বে। ট্রেনটি রাত ২টো ৩৫ মিনিটে শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছবে। রাসের সময় বহু মানুষ বাথনা কৃত্তিবাস স্টেশনে নেমে বিভিন্ন ধর্মীয় আচার সেরে শান্তিপুরে যান। স্বভাবতই এই সময় কয়েকগুণ বাড়তি যাত্রীর চাপ সইতে হয় এই হল্ট স্টেশনকে। যাত্রীদের সুবিধার জন্য আজ, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে বেশ কয়েকটি লোকাল ট্রেন থামবে। বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে আপে যে শিয়ালদহ-শান্তিপুর লোকাল থামবে, সেগুলি হল ৩১৫৪১, ৩১৫১৩, ৩১৫১৯, ৩১৫২৩, ৩১৫২৫, ৩১৫৩৩, ৩১৫৩৫, ৩১৫৩৭ এবং ৩১৫৩৯। এছাড়াও থামবে রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর (৩১৫৮৫), বনগাঁ-শান্তিপুর (৩৩৭৫২), রানাঘাট-শান্তিপুর (৩১৭৮৩) লোকাল। একইভাবে ডাউনে বাথনা কৃত্তিবাসে স্টপেজ দেবে ৩১৫১২, ৩১৫২৪, ৩১৫২৮, ৩১৫৩৬, ৩১৫৩৮, ৩১৫৪০, ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল, ৩১৭৮৪ এবং ৩৩৭৮৬ নম্বর শান্তিপুর-রানাঘাট লোকাল এবং ৩৩৭৫১ নম্বর শান্তিপুর-বনগাঁ লোকাল।
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা