রাজ্য

বার বার জামিন বাতিল, হতাশ পার্থ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন না হওয়ায় জেলে রীতিমতো মুষড়ে পড়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তাঁর জামিনের আর্জি একাধিকবার বাতিল করে দিয়েছে আদালত। তাতে তিনি হতাশ বলে জেল সূত্রের খবর। তার উপর সম্প্রতি ফের তাঁর জামিনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই শুনানিও পিছিয়ে যায়। প্রেসিডেন্সি জেলের একটি সূত্র জানাচ্ছে, জামিন না হওয়ায় জেলের কয়েকজন কর্মীর কাছে তিনি আক্ষেপ করে বলেন, আমার পোড়া কপাল ছাড়া আর কি বলব। যদিও জেলের কর্মীরা তাঁকে নানাভাবে সান্ত্বনা দিতে থাকেন। কিন্তু তাতেও ওই প্রবীণ বন্দির আক্ষেপ কমেনি। একটা সময় জেলের ভিতরে সংবাদপত্র ও পত্রপত্রিকা পড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। কিন্তু বর্তমানে সেই আগ্রহে অনেকটাই ভাঁটা পড়েছে। এখন অধিকাংশ দিনে তাঁর সেলে সংবাদপত্র এলেও সেদিকে খুব একটা আগ্রহ প্রকাশ করেন না। মাঝে মধ্যে ইচ্ছে হলে টিভিতে একটু আধটু খবর দেখেন। না হলে অধিকাংশ সময় বিশ্রাম নেন, না হলে সকাল ও বিকেলের দিকে পায়চারি করে থাকেন। চিকিৎসাজনিত কারণে তাঁর খাবারদাবারের প্রতি রয়েছে নানা নিষেধাজ্ঞা। সব মিলিয়ে তিনি হতাশায় ভুগছেন বলে জেল সূত্রের খবর।
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা