রাজ্য

তাপমাত্রা কমছে অবশেষে রাজ্যজুড়েই,  পুরুলিয়ার ঠান্ডা কালিম্পংকে ছাপিয়ে!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে রাজ্যজুড়েই তাপমাত্রা কমতে শুরু করেছে। শীতলতার মাত্রায় শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া হারিয়ে দিয়েছে পাহাড়ের কালিম্পংকে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরে এই প্রথম শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হল। আবহাওয়াবিদরা বলছেন, এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ১৮-১৯ ডিগ্রির মধ্যে চলে আসতে পারে। 
পুবালি বাতাস বিদায় নেওয়ার উত্তর-পশ্চিমি শুষ্ক হাওয়া কিছুটা সক্রিয় হতেই তাপমাত্রা নিম্নগামী হয়েছে রাজ্যজুড়ে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এখনও তেমন না-হলেও শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। শুক্রবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস হয়। পাহাড়ের কালিম্পংয়ের (১৪.৫ ডিগ্রি) চেয়ে শীতের মাত্রা বেশি ছিল পুরুলিয়ায়। পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। কলকাতার কাছাকাছি উলুবেড়িয়া ও বারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির নীচে। কলকাতা ও সংলগ্ন এলাকায়  শীতের অনুভূতি পেতে অবশ্য এখনও দেরি আছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আপাতত ভোর ও রাতের দিকে হাল্কা শীতের ছোঁয়া নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এই এলাকার লোকজনকে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় ভ্যাপসা গরম আর নেই। 
উত্তুরে হাওয়া খুব জোরালো না-হওয়ায় উত্তর ভারতে এখনও জোরালো শীত পড়েনি। উত্তর ভারতের দিক থেকে কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া এলে তাপমাত্রা কমে দক্ষিণবঙ্গে। দেশের সমতল এলাকার কোথাও এখনও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে পৌঁছয়নি। দেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে ছত্তিশগড়ে। ঝাড়খণ্ড-ছত্তিশগড়ে তাপমাত্রা হ্রাসের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পুরুলিয়া ও সংলগ্ন এলাকায়। 
4h 4m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা