দেশ

দেওঘর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক গোলযোগ,  একটি পরিবারকে কৃতিত্ব দিতেই আদিবাসীদের অবহেলা: মোদি

রাঁচি ও জামুই (পিটিআই): বিশেষ বিমানে যান্ত্রিক গোলযোগ। আর তার জেরেই শুক্রবার ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে বিমান বাহিনীর অন্য একটি বিমান আসে দিল্লি থেকে। সেই বিমানেই নির্ধারিত সময়ে প্রায় দু’ঘণ্টা পর দিল্লি উড়ে যান তিনি। এদিন দেওঘর থেকে ৮০ কিলোমিটার দূরে বিহারের জামুইয়ে একটি সভায় বক্তব্য রাখার পর দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু ফেরার পথে দেওঘর বিমানবন্দরে তাঁর বিমানে গোলযোগ ধরা পড়ে। ফলে দিল্লি ফিরতে বেশ কিছুটা বিলম্ব হয় প্রধানমন্ত্রীর।
জামুইয়ে এদিন স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। এই দিনটি ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। জামুইয়ের অনুষ্ঠান থেকে পূর্বতন কংগ্রেস সরকারকে আক্রমণ করেন মোদি। নাম না করে নিশানা বানান নেহরু-গান্ধী পরিবারকে। ফলে বিরসা মুন্ডাকে শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর মুখে কার্যত রাজনৈতিক ভাষণ শোনা গেল। আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ডে শেষ দফার ভোটগ্রহণ। তার আগে জামুইয়ের সভা থেকে পাশের রাজ্যের আদিবাসী ভোটারদের মন জয়ের সচেতন চেষ্টা চালালেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তিনি আদিবাসী সমাজের আরাধনা করেন। বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। কারণ আদিবাসী মানুষ তাঁদের হক কখনও পায়নি। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় স্মরণাতীত কাল থেকেই এই সম্প্রদায়ের বিশাল ভূমিকা রয়েছে। স্বাধীনতা সংগ্রামেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু পূর্বতন সরকারগুলি ইচ্ছাকৃতভাবে আদিবাসী মানুষের আবদানকে কৃতিত্ব দেয়নি। যাতে সব কৃতিত্ব একটিমাত্র দল ও পরিবার পায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। জামুইয়ের অনুষ্ঠানে শেষে দেওঘর বিমানবন্দর হয়ে দিল্লি ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু বিশেষ বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে তাঁর দিল্লি ফিরতে ঘণ্টা দু’য়েক বিলম্ব হয়। বায়ুসেনার অন্য বিমান এসে তাঁকে উড়িয়ে নিয়ে যায়। সরকারি সূত্রে খবর, এই ঘটনার জেরে গোটা অঞ্চলকে নো ফ্লাই জোন বলে ঘোষণা করা হয়।     
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা