দেশ

দেশের উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম, মত মইনুল হাসানের

সংবাদদাতা, উলুবেড়িয়া: মা-বোনেরা যাতে আর্থিক দিক থেকে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই কাজ করে চলেছে সমবায় সংস্থাগুলি। শুক্রবার উলুবেড়িয়া বাজারপাড়ায় ৭১ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন প্রাক্তন সাংসদ ও রাজ্য কৃষি সমবায় ব্যাঙ্কের কর্তা মইনুল হাসান। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল হাওড়া ডিস্ট্রিক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, ব্যাঙ্কের চেয়ারম্যান কালীপদ মণ্ডল সহ অন্যান্যরা।
এদিন মইনুল হাসান বলেন, ভারতকে বিকশিত করতে হলে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি মানুষের বাড়িতে ভাত, চাকরি, সম্মান থাকে এবং মা-বোনেদের ইজ্জত রক্ষা হয়, তবেই ভারতকে বিকশিত করা সম্ভব। এর জন্য চাই ক্ষুধা, দারিদ্র্য, হাহাকার থেকে মুক্তি। একমাত্র কর্মসংস্থানই পারে ক্ষুধার অবসান ঘটাতে। এক্ষেত্রে সমবায়ের ভূমিকা অনিবার্য। কারণ সমবায়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বছরে ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা পালনে ব্যর্থ হয়েছে। এদেশে কৃষিতেই বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তাই সমবায়কে ভালোভাবে চালাতে পারলে ‘বিকশিত ভারত’ গড়ে তোলা সম্ভব। আমাদের রাজ্যে লক্ষ লক্ষ মা-বোন এই ধরনের সমবায়ের সঙ্গে যুক্ত। সমবায়গুলি এখন নিত্যনতুন সামগ্রী তৈরি করছে। সেগুলি বিক্রি করে আর্থিক দিক থেকে সমম্ভর হয়ে উঠছেন তাঁরা। এভাবে আরও মানুষকে সমবায়ে যোগ দিতে আহ্বান জানান মইনুল হাসান।  সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পদযাত্রা উলুবেড়িয়ায়। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা