দেশ

চণ্ডীগড়ের অধিকার ঘিরে সংঘাতে পাঞ্জাব-হরিয়ানা

চণ্ডীগড় (পিটিআই): চণ্ডীগড়ে অধিকার কার? সংঘাতে দুই প্রতিবেশী রাজ্য। একদিকে পাঞ্জাবের আপ, অন্যদিকে হরিয়ানার বিজেপি সরকার। বাগযুদ্ধ তুঙ্গে। হরিয়ানার পৃথক বিধানসভা ভবন গড়ার জন্য চণ্ডীগড়ে ১০ একর জমি বরাদ্দ অনুমোদন দিয়েছে কেন্দ্র। তা নিয়েই দুই রাজ্যে জোর বিবাদ। কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতায় শুক্রবার পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে ক্ষমতাসীন আপের একটি প্রতিনিধি দল। তাদের বক্তব্য, চণ্ডীগড় পাঞ্জাবের অংশ। সেখানে হরিয়ানার বিধানসভা ভবন গড়ার জন্য এক ইঞ্জি জমিও দেওয়া যাবে না। পাল্টা তোপ দেগেছেন বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও। তাঁর হুমকি, ‘আপ যেন নোংরা রাজনীতি না করে। চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যেরই অংশ। চণ্ডীগড়ের উপর হরিয়ানারও অধিকার রয়েছে।’
১৯৬৬ সালে পৃথক রাজ্য হিসেবে হরিয়ানার আত্মপ্রকাশ হয়েছিল। আর চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল। এই শহরকে দুই রাজ্যই রাজধানী হিসেবে ব্যবহার করে। চণ্ডীগড়ে পাঞ্জাব ও হরিয়ানা সিভিল সেক্রেটারিয়েটের পাশে একটি বিল্ডিং কমপ্লেক্সেই দুই রাজ্যের পৃথক বিধানসভা ভবন রয়েছে। কিন্তু এবার চণ্ডীগড়ে তৈরী হতে চলেছে হরিয়ানার পৃথক বিধানসভা ভবন।
 বর্তমানে পাঞ্জাবের রাজ্যপাল কাটারিয়াই কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক পদে রয়েছেন। এদিন তাঁর সঙ্গে দেখা করার পর আপ সরকারের মন্ত্রী হরপাল সিং চিমা বলেন, ‘পৃথক রাজ্য গঠনের সময়ই বলা হয়েছিল, হরিয়ানা নিজস্ব রাজধানী ও বিধানসভা ভবন তৈরি করবে। কিন্তু ছ’দশক পরও তারা তা করেনি। এখন তারা পাঞ্জাবের রাজধানীর উপর অধিকার ফলানোর চেষ্টা করছে। এসব না করে এখান থেকে বড়জোর এক কিলোমিটার দূরে পঞ্চকুলায় নিজেদের জমিতে রাজধানী তৈরি করা উচিত হরিয়ানার।’ যার পাল্টা দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি। তাঁর বক্তব্য, ‘চণ্ডীগড় দুই রাজ্যেরই অংশ। হরিয়ানা হল পাঞ্জাবের ছোট ভাই। পাঞ্জাবের নেতাদের বলতে চাই, সৌভ্রাতৃত্বের সেই পরিবেশ নষ্ট করছেন কেন?’ 
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা