খেলা

লিড নিয়েও হার আর্জেন্তিনার

আসুনসিওন: বিশ্বকাপ বাছাই পর্বে বড়সড় অঘটন। শুক্রবার (ভারতীয় সময় ভোরে) ঘরের মাঠে আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে চমক দিল প্যারাগুয়ে। ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন আন্তোনিও সানাব্রিয়া ও ওমর আলদেরেত। আর্জেন্তিনার একমাত্র গোলটি লাওতারো মার্তিনেজের। এদিন পুরো ম্যাচেই লিও মেসিকে নিষ্প্রভ রাখতে সফল প্যারাগুয়ে ডিফেন্ডাররা। হারলেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্তিনা। আর জিতে ষষ্ঠ স্থানে উঠে এল প্যারাগুয়ে (১১ ম্যাচে ১৬ পয়েন্ট)। দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল। ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস না করলে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত সেলেকাওরা।
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে ছয় গোলের মালা পরিয়ে শুক্রবার মাঠে নেমেছিল আর্জেন্তিনা। লক্ষ্য ছিল প্যারাগুয়ের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখা। অ্যাওয়ে ম্যাচে শুরুটাও দারুণ করে তারা। ১১ মিনিটেই এনজো ফার্নান্ডেজের সেন্টার রিসিভ করে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান লাওতারো (১-০)। প্রথমে সহকারী অফ-সাইডের পতাকা তুললেও, ভারের সাহায্য নিয়ে তা গোলের বাঁশি বাজান রেফারি। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ১৯ মিনিটে দুরন্ত গোলে প্যারাগুয়েকে লড়াইয়ে ফেরান আন্তোনিও সানাব্রিয়া। গুস্তাভো ভেলাজকুয়েজের ক্রস থেকে বাইসাইকেল-কিকে জাল কাঁপান তিনি (১-১)।
প্রথমার্ধে বাকি সময় আর কোনও দলই সেভাবে সুযোগ পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ফের একবার গোল হজম করে আর্জেন্তিনা। এবার হেডে লক্ষ্যভেদ ওমর আলদেরেতের (২-১)। ম্যাচে পিছিয়ে পড়তেই আলেজান্দ্রো গারনাচোকে এনে আক্রমণে চাপ বাড়ান কোচ স্কালোনি। এই পর্বে সমতা ফেরানোর সুযোগ এসেছিল রডরিগো ডে পলের সামনে। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল উড়িয়ে দেন তিনি। বাকি সময়টা রক্ষণ জমাট রেখে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।
এদিকে, অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ব্রাজিলও। ভেনেজুয়েলার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৩ মিনিটে সেলেকাওদের এগিয়ে দেন রাফিনহা। তবে বিরতির পরই ম্যাচে সমতা ফেরায় ভেনেজুয়েলা। স্কোরশিটে নাম তোলেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৬০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তবে স্পটকিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ ভিনিসিয়াস। এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ব্রাজিল।
প্যারাগুয়ে- ২       :    আর্জেন্তিনা- ১
ভেনেজুয়েলা- ১   :          ব্রাজিল- ১
 
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা