খেলা

আই লিগের আগে ফেডারেশন বনাম ক্লাব দ্বন্দ্ব চরমে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগ শুরু হতে এক সপ্তাহ বাকি। কিন্তু নির্দিষ্ট সময়ে বল গড়ানো নিয়ে তীব্র সংশয়। ফেডারেশনের ভূমিকায় ক্ষুব্ধ একাধিক ক্লাব। সব মিলিয়ে অগ্নিগর্ভ ফুটবল মহল। আগামী ২২ নভেম্বর আই লিগের উদ্বোধন। ডেম্পো, চার্চিল ব্রাদার্স, ইন্টার কাশী, আইজল এফসি, লাজং এফসি সহ মোট ১২ টি দল লিগে অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএলে পা রাখবে। কিন্তু জমকালো উদ্বোধনের বদলে আশঙ্কা দানা বাঁধছে রাজধানীর ফুটবল হাউসে। আই লিগের আগে ফেডারেশন বনাম ক্লাব দ্বন্দ্ব চরমে।
অতীতে দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট ছিল আই লিগ। কিন্তু আইএসএল চালু হবার পর সেই জৌলুস উধাও। ব্র্যান্ডিং, বিপণন নিয়ে নির্বিকার সর্বভারতীয় ফুটবল সংস্থা। আই লিগ নিয়ে উৎসাহ হারিয়েছে এফএসডিএল। ফলে আই লিগ আয়োজনের যাবতীয় দায়িত্ব ফেডারেশনের ঘাড়ে বর্তায়। আর এখানেই পাহাড়প্রমাণ অভিযোগ। টুর্নামেন্ট শুরুর সাত দিন আগেও সম্প্রচার স্বত্ব বেচতে ব্যর্থ এআইএফএফ। অর্থাৎ, খেলা দেখানো নিয়ে তীব্র অনিশ্চয়তা। এতে প্রচণ্ড ক্ষুব্ধ বিভিন্ন ক্লাব ম্যানেজমেন্ট। এখানেই শেষ নয়। অভিযোগ, খসড়া পাঠানো হলেও চূড়ান্ত ফিক্সচার পাননি কেউই। বাজেট কমার পর বিভিন্ন খাতে খরচ কমাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। আইএসএলের রমরমার পাশে দুয়োরানির ব্যবহার করা হচ্ছে আই লিগের ক্লাবের সঙ্গে। নেই কোনও রোডম্যাপ। গত কয়েকদিন ধরে ফেডারেশনকে ই-মেল করে অভিযোগ জানিয়েছে বিভিন্ন ক্লাব। মেলেনি সদুত্তর। ধৈর্য হারিয়ে এবার হাটে হাঁড়ি ভাঙতে চায় অঘোষিত ক্লাব জোট। ঠান্ডা লড়াই থামাতে কী ভাবছে সর্বভারতীয় ফুটবল সংস্থা? সভাপতি কল্যাণ চৌবে এই বিষয়ে কোনও মন্তব্যে নারাজ। ফেডারেশন কর্তারা আশাবাদী মান-অভিমান মিটিয়ে আই লিগ শুরু হতে কোনও সমস্যা হবে না। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা