দেশ

ঝাড়খণ্ডে দু’ঘণ্টা আটকে রইলেন রাহুল

গোড্ডা: নির্বাচনী প্রচারে গিয়ে ঝাড়খণ্ডে দু’ঘণ্টা আটকে রইলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার দু’ঘণ্টা দেরিতে কপ্টার ওড়ানোর অনুমতি পান রাহুল। এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস। 
এদিন বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়খণ্ডের গোড্ডায় গিয়েছিলেন রাহুল। মহাগামায় একটি সভার পর তাঁর অন্যত্র যাওয়ার কথা ছিল। সেই সময় তাঁর কপ্টারকে উড়ানের অনুমতি দেওয়া হয়নি। এর জেরে কপ্টারের ভিতরেই প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করতে হয় রাহুলকে। তাঁর প্রচারসভায় বাধা দিতেই অনুমতি দেওয়া হয়নি বলে দাবি হাত শিবিরের। ঘটনাচক্রে এদিনই গোড্ডার অদূরে দেওঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। ঝাড়খণ্ডে প্রচার শেষে দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে যান্ত্রিক গোলযোগের জেরে নির্ধারিত সময়ে ওই বিমান ওড়েনি। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে গিয়ে রাহুলের কপ্টারকে উড়ানের অনুমতি দেরিতে দেওয়া হয়। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, ‘প্রচারের জন্য সকলের সমান সুযোগ পাওয়া উচিত।’ দু’ঘণ্টা দেরি হওয়ায় রাহুলের পরবর্তী কয়েকটি প্রচার কর্মসূচি ব্যাহত হয়েছে বলে অভিযোগ। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা