দেশ

স্ত্রী নাবালিকা হলে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্কও ধর্ষণ: বম্বে হাইকোর্ট

মুম্বই: স্ত্রী নাবালিকা হলে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্কও আইনের চোখে ধর্ষণ। এক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আইনত গ্রহণযোগ্য নয়। এই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের। এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রী ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। নিম্ন আদালত ওই ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। এই মামলায় নিম্ন আদালতের সেই নির্দেশ বহাল রাখল হাইকোর্টও।
বিচারপতি জি এ সানাপের বেঞ্চ বলেছে, ১৮ বছরের কম বয়সি কোনও মেয়ের সঙ্গে যৌন সঙ্গম আইনত ধর্ষণই। মেয়েটি বিবাহিত না অবিবাহিত, এক্ষেত্রে তা গুরুত্বহীন। তথাকথিত স্ত্রীর বয়স ১৮ বছরের কম হলে সহমতের ভিত্তিতে যৌন সম্পর্কের যুক্তি দিয়ে কোনও লাভ হয় না। নিম্ন আদালতের ১০ বছরের কারাদণ্ডের রায়ও বহাল রেখেছে হাইকোর্ট।
আদালতের নথি অনুযায়ী, অভিযোগকারী মেয়েটি নাবালিকা থাকাকালীন তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেছিল ওই ব্যক্তি। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর মেয়েটিকে ওই ব্যক্তি বিয়ে করে। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের বৈবাহিক সম্পর্কে অবনতি ঘটে। মেয়েটিকে শারীরিক নিগ্রহ করতে শুরু করে সে। এমনকী গর্ভপাতের জন্য চাপ দিতেও শুরু করে। পিতৃত্ব অস্বীকার করে মেয়েটির নামে কুৎসা রটানোও শুরু করে। এরপরই মেয়েটি ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। আদালতের নথি বলছে, শিশুপুত্রের জন্মের পর ডিএনএ টেস্টের রিপোর্টে প্রমাণিত হয় ওই ব্যক্তিই তার বাবা।  
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা