দেশ

অবাধ ও সুষ্ঠু ভোট চাইছেন বলি তারকারা

মুম্বই: মশার ধূপ কিনতে গেলে কতই না প্রশ্ন করেন। অথচ পাঁচ বছরের জন্য কাউকে সরকারে আনতে গিয়ে ভোট দেওয়ার সময় কোনও প্রশ্ন করেন না—  গত বছর ‘জওয়ান’ ছবিতে ‘ভেবেচিন্তে’ ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন শাহরুখ খান। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায় শাহরুখের উক্তি।
রাজনৈতিক ময়দানে সরাসরি দেখা না গেলেও অধিকাংশ বলিউড তারকা রাজনীতির বিষয়ে ওয়াকিবহাল। ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট ও বিরোধী মহাবিকাশ আঘাড়ির ভোট ময়দানের এই সংগ্রামের আবহে বলিউডের আশা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নবনির্বাচিত সরকার ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের জন্য কাজ করবে ও তাঁদের আর্থিক বোঝা হ্রাস করতে সাহায্য করবে। অভিনেতা সুরেশ ওবেরয় যেমন নির্বাচনকে ‘জাতীয় উৎসব’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা জনগণের কর্তব্য।’ অভিনেতা গুলশন দেভাইয়া বলেন, ‘নির্বাচনী ও আদর্শগতভাবে আমাদের একে অপরের সঙ্গে সমস্যা থাকতেই পারে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের করতেই হবে।’ একই সুর প্রযোজক বনি কাপুরের গলাতেও। তিনি বলছেন, ‘গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচন এই দেশের প্রতিটি নাগরিকের অধিকার।’ আবার রাজ্যের উন্নয়নের কথা বলেছেন পরিচালক সুভাষ ঘাই। ‘মহারাষ্ট্র আমার কর্মস্থল। রাজ্যের উন্নয়নের কথা যাঁরাই ভাববেন, তাঁকেই দলমত নির্বিশেষে ভোট দেওয়া উচিত।’ ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে যাঁরা টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, তাঁদের কাজের সহায়তার জন্য বহুবার রাজনৈতিক নেতাদের কাছে আবেদন জানানো হয়েছে। তা সত্ত্বেও তাঁরা কখনও গরিব মানুষদের কথা ভাবেননি। ‘যাঁরা গরিব মানুষকে সাহায্যের কথা বলেন, তাঁরা বাস্তবে কেন কিছু করেন না?’, প্রশ্ন তুলেছেন তিনি।  
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা