রাজ্য

সৈকতে ভাঙন, ড্রেজিংয়ের  কাজ নিয়ে ক্ষুব্ধ সেচমন্ত্রী

সংবাদদাতা, কাকদ্বীপ: গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের ভাঙন ও মুড়িগঙ্গা নদীর ড্রেজিং নিয়ে ক্ষুব্ধ রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সে প্রসঙ্গ তুলে ধরে দপ্তরের আধিকারিকদের ভূমিকায় ক্ষোভ প্রকাশও করলেন।
শনিবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে সাগরে এসেছিলেন মানস। সকালে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মেলা অফিসে বৈঠক করেন। সেখানে দপ্তরের আধিকারিকদের ভুল ত্রুটি তুলে ধরেন। এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলি নিয়ে আরও বেশি সচেতন হওয়ার নির্দেশ দেন। জানা গিয়েছে, বৈঠকে তিনি বলেছেন-গত দেড় বছর ধরে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে সবথেকে বেশি ভাঙন হচ্ছে। তা ঠেকাতে কেন এতদিন সঠিক কোনও চিন্তাভাবনা করা হয়নি। কেন যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়নি। কেন এতদিন পর্যন্ত এই বিষয়ে সমীক্ষা ও গবেষণা করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এরপর তিনি জানান, মুখ্যমন্ত্রী সবকিছু নিয়ে উদ্বেগে আছেন।
এর পাশাপাশি মন্ত্রী তাঁর দপ্তরের আধিকারিকদের গঙ্গা ভাঙন রোধে দক্ষ ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন। পাশাপাশি  মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের বিষয়টিকে তুলে ধরে উষ্মা প্রকাশ করেন এদিনের বৈঠকে। তিনি বলেন, গত বছর ঠিকঠাক ড্রেজিংয়ের কাজ হয়নি। নদীর মাঝখানে একটি বিদ্যুতের পোস্টের কাছে চর সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় ড্রেজিং করা হয়নি। এ বছর সঠিকভাবে সে কাজ করতে হবে। এদিকে দুপুরে সাগর থেকে ফেরার পথে লঞ্চে করে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের কাজ খতিয়ে দেখেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, গঙ্গাসাগর মেলার আগে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কোনও সমস্যা হবে না। প্রতিদিন মেলা প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হবে। -নিজস্ব চিত্র
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা