রাজ্য

দার্জিলিং-এনজেপি রুটে আজ থেকে ফের চাকা গড়াবে টয় ট্রেনের

সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে দীর্ঘ চারমাস বাদে চালু হচ্ছে এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। আজ, রবিবার এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে আবার ছুটবে হেরিটেজ টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলের (ডিএইচআর) ডিরেক্টর প্রিয়াংশু এ খবর জানিয়েছেন। ডিরেক্টর বলেন, গত ৫ জুলাই থেকে এই রুটে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পাহাড়ে ধসের কারণে টয় ট্রেনের লাইনের বেশকিছু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট রুটে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। রবিবার থেকে ফের পরিষেবা চালু হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, লাইন মেরামতির কাজ চললেও বারবার ধস নামতে থাকায় লাইনকে টয় ট্রেন চলাচলের উপযোগী করে তোলা যাচ্ছিল না। তাই বারবার ট্রেন চালুর দিন ঠিক করেও পিছিয়ে দিতে হয়েছে। সামনেই বড়দিন। তার আগে এনজেপি-দার্জিলিং রুটে ফের টয় ট্রেন চালু হওয়াটা পর্যটকদের কাছে বাড়তি পাওনা বলে মনে করেন টুর অপারেটররা। পর্যটকদের অনেকে বিশেষ করে বিদেশি পর্যটকরা এনজেপি থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণ করতে চান। গত চারমাস এই রুটে টয় ট্রেন বন্ধ থাকায় এবার পুজোর পর্যটনে সেই সুযোগ থেকে বঞ্চিত হন পর্যটকরা। বাধ্য হয়ে তাঁরা দার্জিলিং-ঘুম-দার্জিলিং রুটে জয় রাইডে চাপেন। এতে জয় রাইড ব্যাপক জনপ্রিয় হয়েছে। 
ধসের কারণে বন্ধ  হওয়ার আগে গত জানুয়ারি মাসে একাধিকবার লাইনচ্যুত হয়েছে টয় ট্রেনের ইঞ্জিন। একমাসের মধ্যে পাঁচবার লাইনচ্যুত হওয়ায় এই রুটে টয় ট্রেনে চড়া নিয়ে পর্যটকদের মনে আতঙ্ক দেখা দিয়েছিল। ডিএইচআরের পদক্ষেপে সেই বাধা কাটিয়ে টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছিল। তারপর জুলাই মাসে ধসের কারণে থমকে যায় টয় ট্রেনের চাকা।  
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা