খেলা

রনজি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নাটকীয় জয় বাংলার, কামব্যাক ম্যাচে ৭ উইকেট সামির
 

ইন্দোর: রনজিতে চলতি মরশুমের প্রথম জয় পেল বাংলা। টানটান উত্তেজনার মধ্যে শনিবার মধ্যপ্রদেশকে ১১ রানে হারাল অনুষ্টুপ মজুমদারের দল। ৩৩৮ রানের টার্গেট তাড়া করে হোমটিম থামল ৩২৬ রানে। এই জয়ের ফলে পুরো ৬ পয়েন্ট জমা হল বাংলার ঘরে। গ্রুপ সি’তে ১৪ পয়েন্ট পেয়ে অনুষ্টুপরা এখন তৃতীয় স্থানে। হরিয়ানা (২০ পয়েন্ট) ও কেরলের (১৮ পয়েন্ট) পরেই বাংলা। ঘরের মাঠে বৃষ্টির কারণে দুটো ম্যাচে পয়েন্ট না হারালে বাংলা আরও ভালো জায়গায় থাকত।
এদিন ১৫০-৩ নিয়ে শুরু করেছিল মধ্যপ্রদেশ। তাদের দরকার ছিল আরও ১৮৮ রান। অন্যদিকে, বাংলার প্রয়োজন ছিল সাত উইকেট। দিনের তৃতীয় ডেলিভারিতেই রজত পাতিদারকে (৩২) ফেরান মহম্মদ সামি। এরপর হরপ্রীত সিং (৭) ক্যাচ তোলেন সামির ভাই মহম্মদ কাইফের বলে। ১৬১-৫ হয়ে যায় মধ্যপ্রদেশ। সেখান থেকে অধিনায়ক শুভম শর্মা ও বেঙ্কটেশ আয়ার টানতে থাকেন দলকে। শেষ পর্যন্ত বেঙ্কটেশকে (৫৩) ফেরান রোহিত কুমার। পরের ওভারেই শাহবাজ আহমেদ এলবিডব্লু করেন শুভমকে (৬১)। 
২৫৫ রানে সপ্তম উইকেট হারায় হোমটিম। এরপর সারাংশ জৈন ও আরিয়ান পাণ্ডে অষ্টম উইকেটে ৬২ রান যোগ করে চাপে ফেলে দেন বাংলাকে। একটা সময় জয় থেকে মাত্র ২১ রান দূরে ছিল মধ্যপ্রদেশ। তবে ফের ঘটে নাটকীয় পালাবাদল। পরপর দুই ওভারে সারাংশ (৩২) ও আরিয়ানকে (২২) আউট করেন ‘ম্যাচের সেরা’ শাহবাজ। এরপর কুমার কার্তিকেয়কে (৫) ফেরান সামি। সঙ্গে সঙ্গে জয়ের আনন্দে লাফিয়ে ওঠেন বাংলা ক্রিকেটাররা।
সামির কাছে এই ম্যাচ ছিল নিজের ফিটনেস ও বোলিং দক্ষতা মেলে ধরার অ্যাসিড টেস্ট।
নির্বাচক অজয় রাতরা ও এনসিএ মেডিক্যাল টিমের প্রধান নীতীন প্যাটেলের সামনে সেই চ্যালেঞ্জে সসম্মানে উত্তীর্ণ তিনি। প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে তিন— ম্যাচে তাঁর শিকারসংখ্যা সাত। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ৩৬ রান। ঝলমলে পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার উড়ানে ওঠার আশা জাগালেন সামি। দ্রুত তাঁকে পাঠানো হতে পারে ডনের দেশে।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা