খেলা

স্টুয়ার্টের চোট নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের লম্বা বিরতি শেষ হওয়ার পথে। তাই ছুটি কাটিয়ে মাঠে নেমে পড়েছে ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং। সোমবার ঘরের মাঠে জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করল মোহন বাগান। তবে গ্রেগ স্টুয়ার্টের চোট অস্বস্তিতে রাখল সবুজ-মেরুন কোচ হোসে মোলিনাকে। বাঁ পায়ে ব্যথা নিয়ে দেশে ফিরেছিলেন তারকা মিডিওটি। এদিন অনুশীলনে এলেও একাই গা ঘামাতে দেখা গেল তাঁকে। তাই জামশেদপুর ম্যাচে স্টুয়ার্টের খেলা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। এছাড়া চোটের তালিকায় রয়েছেন আশিস রাইও। জাতীয় দল থেকে হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে এসেছেন সবুজ-মেরুন রাইট ব্যাক। সূত্রের খবর, কম করে দশ দিন ফিট হতে সময় লাগবে আশিসের। তবে বল পায়ে অনুশীলনে নেমে মোলিনার চাপ কিছুটা কমালেন অনিরুদ্ধ থাপা। ওড়িশা ম্যাচে পায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন বাগান মিডিও।  এদিন জাতীয় দলের ফুটবলাররা ছাড়াও অনুপস্থিত ছিলেন জেসন কামিংস। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে মঙ্গলবার তাঁর প্র্যাকটিসে যোগ দেওয়ার কথা।
অন্যদিকে, ইস্ট বেঙ্গল অনুশীলনে হাজির দিয়ামানতাকোস, মাধি তালাল ও সাউল ক্রেসপো। সোমবার বিকেলে সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে সকলেই দলের সঙ্গে গা ঘামালেন। মঙ্গলবার কলকাতায় পা রাখার সম্ভাবনা হেক্টর ইউস্তের। তবে জর্ডনের জাতীয় দলে রয়েছেন হিজাজি। আগামী ২৯ নভেম্বর ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। কার্ড সমস্যায় সেই ম্যাচে নেই নন্দকুমার ও মহেশ সিং। দুই উইঙ্গারের বিকল্প খোঁজাই এখন বড় চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর। এদিন অনুশীলনে সায়ন ও বিষ্ণুকে পরখ করে নিলেন তিনি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা