বিদেশ

১ মাসের মধ্যে হাসিনাদের বিরুদ্ধে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের

ঢাকা: সোমবার দেশত্যাগী শেখ হাসিনা সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষের সময়সীমা বেধে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারক গোলাম মুর্তাজা মজুমদার স্পষ্ট জানিয়ে দেন, ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। জমা দিতে হবে রিপোর্ট। ১৭ অক্টোবর হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। প্রাক্তন প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে। এদিনের শুনানিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সমাজ কল্যাণমন্ত্রী দিপুমনি সহ ১৩ জন। ট্রাইব্যুনালের আইনজীবী মহম্মদ তাজুল ইসলাম বলেন, ‘১১ জন প্রাক্তন মন্ত্রী, একজন বিচারক সহ ১৩ জনকে আজ আদালতে হাজির করা হয়েছে।’
এদিকে, বাংলাদেশে নির্বাচন নিয়ে এবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হল বিএনপি। হাসিনার দেশত্যাগের পর ১০০ দিন কেটে গেলেও নির্বাচন নিয়ে কোনও নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে পারেনি ইউনুস সরকার। রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেখানেও ভোটের রূপরেখা স্পষ্ট করেননি তিনি। সোমবার বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রবিবার ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অনেকেই হয়তো খুশি হয়েছেন। কিন্তু আমি আশাহত। ভেবেছিলাম, তিনি নির্বাচনের রূপরেখা দেবেন।’ 
আলমগীর বলেন, ‘ভোট হলে অর্ধেক সমস্যা মিটে যাবে। বিএনপির ক্ষমতা দখল করাটা গুরুত্বপূর্ণ নয়। আজ অনেকেই বাংলাদেশকে নষ্ট করতে চাইছে। নির্বাচনের নির্দিষ্ট রূপরেখা দিলে তারা পিছতে বাধ্য হবে।’ তিনি আরও বলেন, ‘যত দ্রুত নির্বাচন হবে ততই ভালো। এই ধরনের সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে একাধিক সমস্যা তৈরি হবে।’ ইতিমধ্যে আওয়ামি লিগের ছাত্রশাখা ছাত্রলিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তত্ত্বাবধায়ক সরকার। এবার বাংলাদেশের রাজনীতি থেকে হাসিনার দলকে মুছে ফেলতে তৎপর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সোমবার তারই অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশিত হয়েছে আইন সংশোধনের খসড়া। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বীকৃতি কিছু সময়ের জন্য বাতিল বা স্থগিত করা হতে পারে।
সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন মন্ত্রী দীপু মণিকে। -পিটিআই
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা