খেলা

পেরুকে হারাতে মরিয়া আর্জেন্তিনা

বুয়েনস আইরেস: বিশ্বকাপ বাছাই পর্বে বড়সড় ধাক্কা খেয়েছে আর্জেন্তিনা। অ্যাওয়ে ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে লিড নিয়েও ১-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (ভারতীয় সময় বুধবার ভোরে) ঘরের মাঠে তাদের পরবর্তী প্রতিপক্ষ পেরু। গত ম্যাচে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া লায়োনেল মেসিরা। উল্লেখ্য, ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষস্থান ধরে রেখেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পেরুকে হারিয়ে তা আরও মজবুত করাই লক্ষ্য স্কালোনি-ব্রিগেডের।
বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে লিও মেসির জোড়া গোলে পেরুকে বশ মানিয়েছিল আর্জেন্তিনা। ঘরের মাঠেও আরও একবার গোলের জন্য বাঁ পায়ের জাদুকরের দিকেই তাকিয়ে অনুরাগীরা। গত ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে শুরুটা দারুণ করেও সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ স্কালোনি ব্রিগেড। বিশেষত মাঝমাঠে ছোটছোট ভুলে বলের নিয়ন্ত্রণ হারান ডে পল-এনজো ফার্নান্ডেজরা। এমনকী, উইং থেকেও আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ তাঁরা। তাই পেরু ম্যাচের আগে এই দিকগুলোয় বাড়তি নজর দেন আর্জেন্তাইন কোচ। চোটের কারণে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্ড্রো মার্তিনেজকে পাবেন না তিনি। তাই রক্ষণেও বদল আনতে হবে তাঁকে।
দিনের অপর ম্যাচে উরুগুয়ের কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল। গত ম্যাচে ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা ভেনেজুয়েলাকে হারাতে ব্যর্থ জুনিয়র ডোরিভালের ছেলেরা। বিশেষত ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে উরুগুয়ের বিরুদ্ধে দলের আপফ্রন্টের খেলায় আরও বেশি উন্নতি চাইছেন ব্রাজিল কোচ। পক্ষান্তরে, গত ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেয় মার্সেলো বিয়েলসার ছেলেরা। সেই সঙ্গে চার ম্যাচ পর পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। বাছাই পর্বের প্রথম লেগে ঘরের মাঠে ব্রাজিলকে দু’গোলে বশ মানিয়েছিলেন নুনেজ-আরাহুরা। এমনকী, গত কোপা আমেরিকার আসরেও দু’দলের সাক্ষাতে শেষ হাসি হাসেন উরুগুয়ানরা। মঙ্গলবার ঘরের মাঠে তাই জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য ব্রাজিলের। উল্লেখ্য, ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উরুগুয়ে। আর দু’পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে সেলেকাও ব্রিগেড। 
বিশ্বকাপ বাছাই পর্ব (ভারতীয় সময়)
 আর্জেন্তিনা : পেরু (বুধবার ভোর ৫-৩০ মিনিটে)
 ব্রাজিল : উরুগুয়ে (বুধবার সকাল ৬-১৫ মিনিটে)
 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা