কলকাতা

ভেঙে পড়া কারখানা থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালিতে বন্ধ কারখানার ভিতরের ফ্লোর ভেঙেই মৃত্যু হয়েছে কারখানার দুই নিরাপত্তা কর্মীর। সোমবার, সেখানে যায় ফরেন্সিক দল। তাঁরা সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। এই ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কারখানার মালিকপক্ষকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ওই কারখানার জমি যিনি কিনেছেন, তিনি সেখানে প্রোমোটিং করবেন। কিন্তু জমি নেওয়ার পর এতদিন ফেলে রেখেছেন। বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। ওটা কারখানার জমি ছিল বলে জায়গাটিকে বিপজ্জনক তকমা দেওয়া হয়নি। এখন সেখানে বিপজ্জনক লেখা বোর্ড টাঙানো হয়েছে। এদিন মেয়র সাংবাদিকদের বলেন, ওই বিল্ডিংটি বিপজ্জনক বাড়ির তালিকায় ছিল না। প্রোমোটার সেটি নিয়েছে বলে আগে জানতাম না। এব্যাপারে একটা আইন আনতে হবে। অন্যের গাফিলতির জন্য মানুষ মারা যাবে, সেটা হতে পারে না। হয় সংস্কার করুন, না হলে বাড়ি ছেড়ে দিন। এটি একটি পরিত্যক্ত বাড়ি ছিল। বন্ধ কারখানার ওই জমিতে কী হবে, তা মালিক ঠিক করবেন। তবে এখনও পর্যন্ত এই ঠিকানায় কোনও বিল্ডিং প্ল্যান জমা পড়েনি।
জানা গিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকা ওই কারখানাটি বর্তমানে অন্য মালিকের হাতে হস্তান্তর হয়েছে। সেখানে প্রোমোটিং হবে। সংশ্লিষ্ট প্রোমোটার ইতিমধ্যেই সরকারি দপ্তরের কাছ থেকে এনওসি নিয়েছেন। কিন্তু তারপরেও কাজ শুরু না করে জায়গাটি ফেলে রেখেছেন তিনি। দিন দিন জায়গাটি বিপজ্জনক হয়ে উঠছে। 
15s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা