কলকাতা

আগরপাড়ার ১ নম্বর প্ল্যাটফর্ম প্রায় দু’ফুট নিচু, নিত্য দুর্ঘটনায় তিতিবিরক্ত যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নিত্য ভাঙা-গড়ার খেলা চলছে বিভিন্ন রেল স্টেশনে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে শিয়ালদহ ও দমদমের মতো বহু স্টেশন ‘কর্পোরেট লুক’ পেতে চলেছে। কিন্তু এই বিপুল কর্মযজ্ঞে প্রদীপের নীচে অন্ধকারের মতো থেকে গিয়েছে উত্তর শহরতলির আগরপাড়া স্টেশন। ওই স্টেশনে একটি প্ল্যাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে ওঠা-নামার সময় কেউ হুমড়ি খেয়ে পড়ছেন, কেউ আবার হাঁটু বা পায়ে ব্যথা পাচ্ছেন। বহুবার রেল কর্তৃপক্ষের কাছে প্ল্যাটফর্ম উঁচু করার দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। রেল কর্তৃপক্ষ কবে এই স্টেশনের মানোন্নয়নে নজর দেবে, সেই অপেক্ষায় নিত্যযাত্রীরা।
শিয়ালদহ মেইন লাইনে বেলঘরিয়া ও সোদপুরের মাঝে আগরপাড়া স্টেশন। এই স্টেশন থেকে আগরপাড়া ছাড়াও বেলঘরিয়া, নিমতা, সোদপুর এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এখানে চারটি প্ল্যাটফর্ম রয়েছে। দুই, তিন ও চার নম্বর প্ল্যাটফর্ম উঁচু ও লম্বা হয়েছে। কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম নিচুই থেকে গিয়েছে। ১২ বগির ট্রেনের জন্য প্ল্যাটফর্ম লম্বা করা হলেও তা আর উঁচু করা হয়নি। বর্তমানে দেখা যাচ্ছে লোকাল ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্ম দেড় থেকে দু’ফুট নিচু। ফলে ট্রেনে ওঠা-নামা করতে গিয়ে ভালোরকম বিপাকে পড়ছেন নিত্যযাত্রী। সমস্যা আরও বেশি হচ্ছে অফিস-ফেরত যাত্রীদের। ওই সময় বেশির ভাগ ভিড়ে ঠাসা ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। ভিড় ঠেলে দ্রুত নামার সময় অনেকেই হুমড়ি খেয়ে পড়ছেন।
ট্রেন থেকে নামার সময় প্ল্যাটফর্মে পড়ে যাওয়া আগরপাড়ার এক বাসিন্দা সঞ্জয় দত্ত বলেন, শিয়ালদহ থেকে নৈহাটি লোকাল ধরে ফিরছিলাম। আগরপাড়া স্টেশনে নামার সময়ে নিচু প্ল্যাটফর্মে ভিড়ের স্রোতের মুখে হুমড়ি খেয়ে সামনে পড়ে যাই। আমার সঙ্গে আরও দুই বয়স্ক মানুষও প্ল্যাটফর্মে উল্টে পড়েন। এটা নিত্যদিনের ঘটনা। সন্ধ্যার সময় হুড়মুড়িয়ে নামতে গিয়ে বহুবার অনেকে পড়ে গিয়েছেন। আগরপাড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নামার আগে অনেক বয়স্ক মানুষই এখন ভগবানের নাম নিতে শুরু করেন।
পানিহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি তথা স্থানীয় কাউন্সিলারের স্বামী জয়দীপ ভৌমিক বলেন, এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেনের কামরা থেকে প্রায় দু’ফুট নিচু। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। অনেকের হাত ভেঙেছে। হাঁটুর সমস্যায় ভোগা বয়স্ক মানুষদের নাভিশ্বাস ওঠে। বহুবার রেল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামতে হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই প্রসঙ্গে বলেন, বিভিন্ন স্টেশনে নিচু প্ল্যাটফর্ম উঁচু করার কাজ চলছে। আগরপাড়াতেও ওই কাজ হবে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা