কলকাতা

আজ কার্তিক পুজোর শোভাযাত্রা, ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা পুলিসের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ, মঙ্গলবার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর বিখ্যাত শোভাযাত্রা। গত কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে পুজো কমিটিগুলি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর ভাসান শোভাযাত্রায় ৪৩টি পুজো অংশ নেবে। ২১টি বাঁশবেড়িয়ার। আর ২২টি চুঁচুড়ার। বর্ণময় আলো থেকে তাসা, ব্যান্ড, ও নানা ধরনের শো থাকবে যাত্রাপথে। ইতিমধ্যেই বাঁশবেড়িয়া, কেওটা, সাহাগঞ্জ সহ একাধিক এলাকায় শোভাযাত্রা দেখার জন্য জায়গা দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে দর্শনার্থীদের মধ্যে।
জানা গিয়েছে, বাঁশবেড়িয়ার পুজোগুলি ধোপাঘাট চৌমাথা থেকে শোভাযাত্রা শুরু করবে। তারপর বাঁশবেড়িয়া মেন রোড ধরে কেওটার দিকে যাবে। আর চুঁচুড়ার পুজোগুলি তেমাথা মোড় থেকে কেওটা হয়ে বাঁশবেড়িয়ায় ঢুকে ফের কেওটায় চলে যাবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, হুগলি তো বটেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া থেকেও দর্শকরা আসবে। নিরাপত্তার পাকাপোক্ত বন্দোবস্ত করা হয়েছে। দর্শকদের সুবিধার জন্য মঙ্গলবার বাঁশবেড়িয়ার ডানলপ ঘাটের ফেরি সারারাত ধরে চলবে। জলপথেও থাকবে পুলিসের বিশেষ নজরদারি। শোভাযাত্রায় ডিজে পুরোপুরি নিষিদ্ধ। পুলিস কড়া নজরদারি রাখবে। সোমবার গ্রামীণ পুলিস ও চন্দননগর কমিশনারেটের পুলিস আধিকারিকরা রাস্তা পরিদর্শন করেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। বাঁশবেড়িয়ার কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির কর্মকর্তা আদিত্য নিয়োগী বলেন, ‘বাঁশবেড়িয়ার শোভাযাত্রা ব্যাপক জনপ্রিয় হয়েছে। বাঁশবেড়িয়া ও চুঁচুড়ার বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হবে। একটি মূল পথ ধরে তা এগবে। দর্শকদের ব্যাপক ভিড় হবে বলে ইঙ্গিত মিলেছে। সেই নিরিখে পানীয় জল, মোবাইল স্বাস্থ্য পরিষেবা, বায়ো টয়লেট সহ একাধিক ব্যবস্থা হয়েছে। যে সমস্ত পুজো শোভাযাত্রায় নেই তারা সকাল সকাল ভাসান দিয়ে নেবে।’ হুগলি গ্রামীণ পুলিস সুপার কামনাশীষ সেন বলেন, ‘পুজো নির্বিঘ্নে মিটেছে। ভাসানের শোভাযাত্রার জন্য বিশেষ পরিকল্পনা হয়েছে। তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের প্রস্তুতি নেওয়া আছে।’ শোভাযাত্রার প্রস্তুতির মধ্যেই সোমবার রাতেও বাঁশবেড়িয়ার পুজো মণ্ডপগুলিতে ব্যাপক ভিড় দেখা গিয়েছে। তবে গত দু’দিনের তুলনায় তা কম।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা