দেশ

দূষণের সূচক ১৫০০ পার! সুপ্রিম তোপে ‘গ্যাস চেম্বার’ দিল্লির প্রশাসন

নয়াদিল্লি: রাজধানীতে বিষবাষ্পের দাপট! দূষণের তীব্রতায় জ্বলছে চোখ। শ্বাস নেওয়াও দায়। নাৎসি আমলের আউসভিৎস কনসেনস্ট্রেশন ক্যাম্পের কথা বইয়ে পড়েছিল দিল্লিবাসী। লাগামছাড়া দূষণ যেন এখন ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়কেই মনে করিয়ে দিচ্ছে। অতীতের যাবতীয় রেকর্ডকে তুড়ি মেরে উড়িয়ে সোমবার বায়ুদূষণ পৌঁছে যায় প্রায় ১৬০০-র দোরগোড়ায়। এনিয়ে কেন কোনও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে এদিন তীব্র ক্ষোভপ্রকাশ করে সুপ্রিম কোর্ট। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৪) চালু করার নির্দেশ দেয় বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ। শুধু পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি শীর্ষ আদালত। বায়ুদূষণ মাত্রা (একিউআই) ৪৫০-এর নীচে না আসা পর্যন্ত যাবতীয় বিধিনিষেধ আরোপ থাকবে বলেও জানায় দুই বিচারপতির বেঞ্চ।
বায়ুদূষণে কী পরিস্থিতি দিল্লি-এনসিআরের? সোমবার সবচেয়ে খারাপ ছিল মুণ্ডকা এলাকায় (একিউআই-১৫৯১)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দ্বারকা সেক্টর-৮ (একিউআই-১৪৯৭) ও রোহিনী (একিউআই-১৪২৭)। দূষণের মাত্রা ‘অতি বিপজ্জনক’ ছাড়িয়ে যাওয়ায় তড়িঘড়ি ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৪) চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কী এই গ্র্যাপ-৪? বায়ুদূষণ মাত্রা ৪৫০ পেরোলে পরিস্থিতি মোকাবিলায় চার-স্তরীয় এই পদক্ষেপ গ্রহণ করা হয়। এর সিদ্ধান্তের ফলে বন্ধ থাকবে যাবতীয় নির্মাণ ও ভাঙার কাজ। রাশ টানতে হবে ডিজেল জেনারেটর ও বিএস ৬ নয় এমন যাবতীয়  যানবাহন ব্যবহারে। খুব জরুরি নয় এমন যাবতীয় শিল্পক্ষেত্র বন্ধ রাখতে হবে। এর সঙ্গেই চলবে জনসচেতনতা বৃদ্ধির কাজও। এই পদক্ষেপের ফলে অত্যাবশ্যক পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত নয়, এমন কোনও ট্রাক দিল্লিতে প্রবেশ করতে পারবে না। 
বায়ুদূষণের জন্য দশম ও দ্বাদশ শ্রেণি বাদে আর কোনও ক্লাসের পড়ুয়াদের স্কুলে আসতে হবে না বলে গত রবিবারই ঘোষণা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী। বদলে তারা অনলাইনে পড়াশোনা করবে। এদিন সেই বিষয়টি উত্থাপন করে শীর্ষ আদালত জানায়, প্রতিটি ক্লাসের পড়ুয়াদের  জন্যই এই নিয়ম কার্যকর করা উচিত। ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করার দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ। এর মধ্যেই বায়ুদূষণের জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় এদিন ১০০টিরও বেশি বিমান দেরিতে ছাড়ে। ঘুরিয়ে দেওয়া হয় ১৫টি বিমান। সব মিলিয়ে ক্রমেই দম আটকে আসছে রাজধানীর।
দূষণে জেরবার, শ্বাস নিতেও কষ্ট। গ্যাস চেম্বার নয়াদিল্লিতে পিটিআইয়ের তোলা ছবি।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা