দেশ

সব উপকূলীয় রাজ্য ও দ্বীপপুঞ্জে ‘সি ভিজিল’ অনুশীলন নৌবাহিনী

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে। ২৪ ঘণ্টা রয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। এই উপকূলীয় প্রতিরক্ষাকে আরও জোরদার করতে আগামী ২০ নভেম্বর ভারতের সমস্ত উপকূলীয় রাজ্য এবং দ্বীপপুঞ্জে ‘সি ভিজিল-২০২৪’ অনুশীলন করবে নৌবাহিনী। দু’দিন ধরে এই কর্মসূচি চলার কথা রয়েছে। অনুষ্ঠিত হবে কলকাতাতেও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সমুদ্রপথে অনুপ্রবেশ বন্ধ করা, উপকূলীয় আক্রমণ প্রতিরোধ, সমুদ্রে তেল ও বন্দর রক্ষা সহ একাধিক বিষয়কে সুরক্ষিত করবে এই অনুশীলন। সেই সঙ্গে ভারতীয় নৌবাহিনী, কোস্ট গার্ড, স্টেট মেরিন পুলিস, কাস্টমস, শিপিং, ফিশারিজ সহ উপকূলীয় নিরাপত্তার সঙ্গে যুক্তদের মধ্যে সমন্বয় আরও মজুত করা হবে।
সমুদ্র পথে অনুপ্রবেশ করে মুম্বই হামলা হয়েছিল। তারপরই উপকূল এলাকায় প্রতিরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উপকূলে রাডার স্টেশন, জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা, উপগ্রহ-ভিত্তিক ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ ব্যবস্থা, সেইসঙ্গে রেডিও ট্রান্সপন্ডার সিস্টেম সহ নিরাপত্তার জন্য একাধিক প্রযুক্তি চালু করা হয়েছে। উপকূলীয় প্রতিরক্ষা এবং উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে দেশের ৬টি মন্ত্রকের পাশাপাশি ২১টি সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে। সমুদ্রের সঙ্গে জড়িত রয়েছে কয়েক হাজার মৎসজীবী। এই অনুশীলনে তাঁদেরও অংশগ্রহণ করানো হবে। সেই সঙ্গে এনসিসি ক্যাডেটস, স্কাউটস সহ অনেকেই এই অনুশীলনে যুক্ত হচ্ছেন।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা