দেশ

ব্যাঙ্কে জালিয়াতি রুখবে এআই

নয়াদিল্লি: ডিজিটাল জালিয়াতি রুখতে ব্যাঙ্কের ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অনেক সময় অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতরা। এই ধরণের ঘটনা বাড়ছে দিনদিন। নতুন প্রযুক্তির সাহায্যে সেই ধরনের অ্যাকাউন্ট সহজেই চিহ্নিত করা যাবে। ফলে ব্যবস্থা নেওয়া যাবে দ্রুত।
কোনও সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে গ্রাহক দু’বছর বা তার বেশি সময় লেনদেন না করলে তা ‘ডরম্যান্ট’ হয়ে যায়। অনেক এই ধরনের অকেজো অ্যাকাউন্টকে ব্যবহার করে সাইবার জালিয়াতরা। সেগুলি ব্যবহার করে নেওয়া হয় অনেক টাকা ঋণ। অথচ অনেক সময় তা টেরও পান না অ্যাকাউন্টের প্রকৃত মালিক। বা যখন জানেন, তখন অনেক দেরি হয়ে যায়। তার আগেই কাজ হাসিল করে নেয় প্রতারকরা। 
তাই এখন আর শুধুমাত্র গ্রাহকের অভিযোগের অপেক্ষায় থাকতে চায় না ব্যাঙ্কগুলি। যে কারণে আর্থিক প্রযুক্তি সংস্থার শরণাপন্ন হয়েছে তারা। এই সংস্থাগুলি এআই ভিত্তিক জালিয়াতি চিহ্নিতকরণ ব্যবস্থা চালু করার কাজে ব্যাঙ্ককে সাহায্য করছে।  এবার থেকে এআই টুলের মাধ্যমে নিয়মিত সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের উপরে নজর রাখবে বিভিন্ন ব্যাঙ্ক। সফটওয়্যার কোনও ‘গড়বড়’ ধরলে তা জানিয়ে দেবে সঙ্গে সঙ্গে। সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে শুরু হবে তদন্ত। এমনই জানিয়েছেন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
ডিজিটাল জালিয়াতির ঘটনায় উদ্বিগ্ন সরকার। নজরদারি বাড়ানোর জন্য সম্প্রতি এই নিয়ে ব্যাঙ্কগুলির উপরে চাপ বাড়িয়েছে আরবিআই। যে কারণে ব্যাঙ্কগুলিও সক্রিয় হতে বাধ্য হয়েছে। কোনও কোনও বড় ব্যাঙ্কে মাসে ৪০০-৫০০ কোটি টাকার লেনদেন নিয়ে জালিয়াতির অভিযোগ নথিভুক্ত হয় বলে জানা গিয়েছে।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা