দেশ

মণিপুরে অশান্তি: মহারাষ্ট্রে প্রচার বাতিল করে দিল্লিতে বৈঠকে শাহ,  বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি জিইয়ে রেখেছে: খাড়্গে

নয়াদিল্লি: ফের জ্বলছে মণিপুর। বিক্ষোভ আছড়ে পড়েছে বিধায়ক, মন্ত্রীর বাড়িতেও। রেহাই পায়নি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাড়িও। নিরাপত্তারক্ষীদের বাধায় তেমন কিছু ক্ষয়ক্ষতি অবশ্য হয়নি। এরই মধ্যে মণিপুর নিয়ে ভাঙন ধরেছে এনডিএর অন্দরেও। বিজেপির অন্যতম জোটসঙ্গী কনরাড সাংমার দল  ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) রবিবার জানিয়ে দিয়েছে, তারা আর বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারকে সমর্থন করবে না। বিজেপি অশান্তি জিইয়ে রাখতে চায় বলে এদিনই অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। ঘরে-বাইরে চাপের মুখে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার বাতিল করে তড়িঘড়ি দিল্লি ফিরে আসতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিজেপির হয়ে বেশ কয়েকটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, রবিবার মণিপুরের পরিস্থিতি নিয়ে একপ্রস্থ আলোচনা সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ, সোমবার দুপুরে শীর্ষ আধিকারিকদের নিয়ে ফের দিল্লিতে বৈঠকে বসবেন তিনি। উত্তর-পূর্বের এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই মণিপুরে গিয়েছেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল অনীশ দয়াল। এছাড়া, নিরাপত্তা আধিকারিকদের একটি দল শীঘ্রই মণিপুরে যাবে। কোন পথে পরিস্থিতি মোকাবিলা করা যেতে পারে, তা নিয়ে রাজ্য সরকারকে সাহায্য করবেন ওই আধিকারিকরা।
রবিবার খাড়্গে অভিযোগ করেন, ডাবল ইঞ্জিন সরকারের মণিপুরে একতাও নেই, নিরাপত্তাও নেই। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমরা দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি তাদের ঘৃণা ও বিভাজনের রাজনীতির জন্য ইচ্ছাকৃতভাবেই মণিপুরকে জ্বলতে দিচ্ছে। ৭ নভেম্বরের পর থেকে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আরও নতুন নতুন জেলায় অশান্তি ছড়িয়ে পড়ছে।’ বিজেপিকে আক্রমণ করে তিনি লিখেছেন, মণিপুরে আপনারা ব্যর্থ। সেখানকার মানুষরা ভুলে যাবেন না যে, তাঁদের রক্ষা করার জন্য কেউ সেখানে যাননি।
কয়েকদিন আগে জিরিবাম জেলায় সিআরপিএফের সঙ্গে গুলি বিনিময়ে কুকি সম্প্রদায়ের ১০ জন প্রাণ হারিয়েছিলেন। তারপরেই ওই জেলারই বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের তিন মহিলা ও তিন শিশুকে অপহরণ করা হয় বলে অভিযোগ।  শনিবার তাঁদের প্রত্যেকের দেহ একটি নদী থেকে উদ্ধার হয়। আর তারপরেই মণিপুরে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পূর্তমন্ত্রী গোবিন্দদাস কোন্থুজাম, বিজেপি বিধায়ক ওয়াই রাধেশ্যাম ও পাওনাম ব্রজেন এবং কংগ্রেস বিধায়ক থোকচোম লোকেশ্বরের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যায় বিভিন্ন আসবাব। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি। তার আগে স্বাস্থ্যমন্ত্রী সাপাম রঞ্জনের বাড়ি ঢুকে বিভিন্ন আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। আরও দুই বিধায়কের বাড়ির সামনেও হামলা চলে।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা