দেশ

আদালতে খুনের শঙ্কাপ্রকাশ মার্কিন নজরে থাকা প্রাক্তন ‘র’ এজেন্টের

নয়াদিল্লি: তাঁর সমস্ত পরিচয় প্রকাশ্যে এসে গিয়েছে। তাই যে কোনওসময়ে খুন হয়ে যেতে পারেন। সম্প্রতি দিল্লির এক আদালতের দ্বারস্থ হয়ে এভাবেই প্রাণ সংশয়ের কথা জানালেন পান্নুন খুনের ষড়যন্ত্রে অভিযুক্ত ‘র’-এর প্রাক্তন এজেন্ট বিকাশ যাদব। তাঁর আবেদন, তাঁকে যেন আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। ইতিমধ্যেই সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত। আপাতত রেহাই মিললেও আগামী ৩ ফেব্রুয়ারি তাঁকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতবছর এক তোলাবাজির মামলায় বিকাশকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিস। কয়েকমাস হাজতবাসের পর জামিনে ছাড়া পান তিনি। আর সেই মামলার শুনানিতেই দিল্লির এক আদালতে হাজিরা দিতে হয় তাঁকে। প্রাণের ঝুঁকির কথা জানিয়ে আপাতত হাজিরা দেওয়া থেকে রেহাই পেলেন তিনি।
আমেরিকায় খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এফবিআইয়ের নিশানায় রয়েছেন বিকাশ। সেই আবহেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর বক্তব্য, দিল্লি পুলিস তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। কিন্তু এই মামলায় হাজিরা দিতে এসে কার্যত বিপাকে পড়েছেন তিনি। কারণ তাঁর ছবি, বাড়ির ঠিকানা থেকে শুরু করে যাবতীয় নথিপত্র পাবলিক ডোমেনে এসে গিয়েছে। এমনকী শুনানির সময় অনলাইনেও হাজিরা দিতে চান না তিনি। তাঁর আশঙ্কা, অনলাইনে থাকলেও লোকেশন ট্র্যাক করা যেতে পারে। এতে যে কোনও সময় তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা