দেশ

হাসপাতালে মৃতের চোখ ‘চুরি’! ইঁদুরের ঘাড়ে দায় চাপাল কর্তৃপক্ষ

পাটনা: মৃতদেহ পড়ে রয়েছে। উধাও একটা চোখ। যেন কেউ উপড়ে নিয়েছে। এমনই আজবকাণ্ড ঘিরে তোলপাড় বিহারের সরকারি হাসপাতাল। মৃতের পরিবারের অভিযোগ, চুরি করা হয়েছে চোখ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ইঁদুরের ঘাড়ে দায় চাপিয়েছে। আর এই ঘটনাকে নীতীশ কুমারের আমলে বিহারে ‘জঙ্গলরাজে’র দৃষ্টান্ত বলে তোপ দেগেছে বিরোধী দল আরজেডি। 
তলপেটে গুলি লেগেছিল ফান্টুস কুমার নামে এক যুবকের। গত বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু চিকিৎসা চলাকালেই শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। আর তারপর যা হল, তা যেন এখনও বিশ্বাসই করে উঠতে পারছেন না ফান্টুসের বাড়ির লোকজন। কয়েক ঘণ্টা পর শনিবার সকালে ফিরে তাঁরা দেখেন, উধাও মৃতের বাম চোখ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন তাঁরা। হাসপাতালেই বিক্ষোভ প্রদর্শন করেন। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকরাই ওই চোখ বের করে নিয়েছেন অন্যত্র বিক্রি করে দেওয়ার জন্য। মৃতের এক আত্মীয়র অভিযোগ, এর পিছনে নিশ্চয়ই কোনও ষড়যন্ত্র রয়েছে। মৃত্যুর পর চোখ কেটে বার করে নেওয়া হয়েছে। কারণ মৃতদেহের পাশে একটি অস্ত্রোপচারের ব্লেড পড়েছিল। এভাবেই মৃতদের চোখ খুলে নিয়ে ব্যবসা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই অভিযোগ মানেনি  কর্তৃপক্ষ। তাদের দাবি, ইঁদুর মৃতের চোখ খুবলে খেয়েছে। বিরোধীদল আরজেডি এই চাঞ্চল্যকর ঘটনায় রাজ্যে নীতীশের নেতৃত্বাধীন বিজেপি-জেডিইউ সরকারকে কাঠগড়ায় তুলেছে। তারা বলেছে, নীতীশ কুমার ও বিজেপি পরিচালিত সরকারের আমলে এটাই স্বাস্থ্য ব্যবস্থার আসল চিত্র। রাজ্যে ‘মহাজঙ্গল রাজ চলছে’। 
এদিকে,  হাসপাতালের সুপার  বিষয়টির তদন্তের জন্য একটি মেডিক্যাল টিম গঠনের কথা জানিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা