দেশ

বৈঠকে আমন্ত্রিত বিজেপির সাংসদ ও প্রাক্তন এমপি, মমতার সৌজন্যেও খুঁত খুঁজছে গেরুয়া শিবির
 

রাহুল চক্রবর্তী, কলকাতা: সবার জন্য খাদ্য, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষার উন্নয়নে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ধর্ম আলাদা হলেও উৎসব সবার—এই বার্তার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মূল লক্ষ্য ঐক্যবদ্ধ বাংলায় সর্বসাধারণের কাছে উন্নয়ন ও নাগরিক পরিষবো পৌঁছে দেওয়া। আর এজন্য রাজ্য সংকীর্ণ রাজনীতি চায় না। এই মনোভাবেরই যথার্থ প্রমাণ মিলল রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে। উপজাতিদের উন্নয়ন বিষয়ক এক বৈঠকে আলোচনার জন্য এবার নবান্নে আমন্ত্রণ জানানো হল বিজেপি সাংসদকে। ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আজ, সোমবার এই বৈঠক হতে চলেছে নবান্ন সভাঘরে। এই ঘটনায় বিরোধীদের যাবতীয় অভিযোগ নস্যাৎ হয়ে গেল। দাবি রাজ্যের শাসক দলের। তৃণমূল বলছে, মা-মাটি-মানুষের সরকার সবাইকে নিয়ে চলাতেই বিশ্বাসী। সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা আর সংকীর্ণ রাজনীতি করে। তারা অভিযোগ করে যে, গুরুত্বপূর্ণ বৈঠকে বিরোধীদের ডাকা হয় না। কিন্তু নবান্নের সরকারি বৈঠকে বিজেপির জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, তাঁর সরকারের কাছে উন্নয়নই অগ্রাধিকার।
আজ বিকেল সাড়ে ৪টের নবান্ন সভাঘরে হতে চলেছে ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক। এই কাউন্সিলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকের বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন উপজাতি সমাজের উন্নয়নে বিস্তারিত আলোচনা হবে আজকের বৈঠকে। ফলে নবান্নের এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। রাজ্য প্রশাসনের পদস্থ কর্তারা থাকবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের উপজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে। সরকারিভাবে আমন্ত্রিতদের যে তালিকা সামনে এসেছে, তাতে প্রথম দু’জন প্রশাসনিক কর্তার পরেই, অর্থাৎ তিন নম্বরে রয়েছে খগেন মুর্মুর নাম। তিনি মালদহ উত্তরের বিজেপি সাংসদ। এই বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে আরও রয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ ও বিধায়ক দশরথ তিরকে। এছাড়া ডাকা হয়েছে রাজ্যের চার মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু ও বুলুচিক বরাইককে। এছাড়া বিধায়ক সুকুমার মাহাত, পরেশ মুর্মু, দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, মৃত্যুঞ্জয় মুর্মু, রাজীব লোচন সোরেন, রুদেন সাদা লেপচা এবং ঝাড়গ্রামের বীরবাহা সোরেন টুডু এই বৈঠকে আমন্ত্রিত।
আলোচনার কেন্দ্রবিন্দুতে খগেন মুর্মু। বিজেপি সাংসদকে নবান্নের বৈঠকে ডেকে সৌজন্যের নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও দলীয় প্রচারে ব্যস্ত থাকার যুক্তি দেখিয়ে বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়েছেন খগেনবাবু। তাঁর বক্তব্য, বৈঠক তিনমাস অন্তর হোক। আর বৈঠকের এজেন্ডা আগে জানাক সরকার। আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে বলেন, বৈঠকের চিঠি পেয়েছি। কিন্তু এজেন্ডা জানি না বলে যেতে পারছি না।
এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর শিলিগুড়ির বৈঠকে উপস্থিত ছিলেন খগেন মুর্মু ও দশরথ তিরকে। বিজেপির জনপ্রতিনিধিদের না-যাওয়া নিয়ে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর দাবি, রাজ্য সরকারের কাছে উন্নয়নটাই প্রথম এবং প্রধান লক্ষ্য। সেই বৈঠকে যোগ দেবেন না বলেই বিজেপি নেতারা অজুহাত খাড়া করেছেন।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা