দেশ

মোরবি দুর্ঘটনা কাণ্ডের মূল অভিযুক্তকে পাটীদারদের সম্মান, বিতর্ক গুজরাতে

গান্ধীনগর: দু’বছর আগে মোরবিতে সাসপেনশন ব্রিজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। সেই ঘটনার মূল অভিযুক্ত শিল্পপতি জয়সুখ প্যাটেলকে সম্মান জানানোয় গুজরাতে তীব্র বিতর্ক শুরু হল। সম্প্রতি জামিন পেয়েছেন এই শিল্পপতি। শুক্রবার পাটীদার সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়-পরিজন। দুর্ঘটনায় ১০ বছরের মেয়েকে হারিয়েছেন নরেন্দ্র পারমের। শনিবার তিনি বলেন, ‘মোরবি দুর্ঘটনায় মূল অভিযুক্তকে এভাবে সম্মান জানানো আমাদের পক্ষে চরম দুঃখের।’ 
জয়সুখের সংস্থা ওরেভা গ্রুপকেই ব্রিটিশ আমলে তৈরি মোরবি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালের ৩০ অক্টোবর মাচ্চু নদীর উপর সেই মোরবি সেতু ভেঙে পড়ে। ঘটনার পরই জয়সুখকে গ্রেপ্তার করা হয়েছিল। নিম্ন আদালতে জামিন পান তিনি। তবে শর্ত ছিল, মোরবি জেলায় জয়সুখ ঢুকতে পারবেন না। ২২ মার্চ সেই শর্তও তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই শুক্রবার মোরবি শহরে পাটীদারদের অনুষ্ঠানে হাজির হন জয়সুখ। শহরেই রয়েছে উমাশঙ্কর ধাম মন্দির। সেই মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষ্যে ‘মোদক’ অনুষ্ঠানের আয়োজন করে পাটীদারদের একটি সংস্থা। সেই অনুষ্ঠানে জয়সুখের ওজনের সমান মোদক রাখা হয়। সেই মিষ্টি ৬০ হাজার বাক্সে ভরে পাটীদারদের মধ্যে বিলি করা হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। 
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা