রাজ্য

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আগ্রহ কি কমছে? নতুন করে প্রচারের নির্দেশে বাড়ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগামী সপ্তাহে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে নতুন করে প্রচারের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। হঠাৎ কেন প্রচারে এভাবে জোর দিতে বলা হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে স্পষ্ট করে কোনও কারণ জানানো হয়নি। শিক্ষামহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি জনপ্রিয়তা কমছে এই প্রকল্পের? তাছাড়া, সাম্প্রতিককালে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদনে ভাটা পড়েছে বলেও খবর। এই প্রকল্প যখন শুরু হয়, তখন এর সুবিধা নিতে আবেদনের হিড়িক লেগে গিয়েছিল। কিন্তু গত এক বছর ধরে সেভাবে আর কেউ আগ্রহ দেখাচ্ছেন না বলেই জানা যাচ্ছে। এর জন্য ব্যাঙ্কগুলির চূড়ান্ত উদাসীনতাই দায়ী বলে মনে করছেন অনেকে। পড়ুয়ারা জানাচ্ছেন, আবেদন জমা পড়ার পর উচ্চশিক্ষা দপ্তর দ্রুত তা ব্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সেখানে গিয়ে পুরো প্রক্রিয়া থমকে যাচ্ছে। কখনও বাড়তি নথি চাইছে তারা, কখনও সিকিউরিটি ডিপোজিট দিতে বলা হচ্ছে। ঋণ মঞ্জুরের প্রক্রিয়া এমনভাবে ঝুলিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক যে বিরক্ত হয়ে আবেদনকারীরা বিকল্প পথ বেছে নিচ্ছেন। দপ্তরের পরিসংখ্যান বলছে, ব্যাঙ্কে প্রায় ২ লক্ষ আবেদন পাঠানো হয়েছে। তার মধ্যে মঞ্জুর হয়েছে মাত্র ৭৬ হাজার। এর পাশাপাশি, সদ্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর তাই চাইছে সর্বত্র এই প্রকল্প নিয়ে নতুন করে প্রচার করা হোক। বিষয়টি নিয়ে জেলাশসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন দপ্তরের কর্তারা।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা