রাজ্য

গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণের বহর ভারতে বেড়েছে, নামী ক্রেডিট রেটিং সংস্থার দাবি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যক্তিগত ঋণ নেওয়ার হার বেড়েছে দেশে। গাড়ি, বাড়ি থেকে শুরু করে ক্রেডিট কার্ড—সর্ব স্তরেই এই বৃদ্ধি হয়েছে, দাবি করেছে ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজ। দেশে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি যে ঋণ দেয়, তার মধ্যে গত সেপ্টেম্বর মাসে ব্যক্তিগত ঋণ দখলে রেখেছে প্রায় ৩৩ শতাংশ। অর্থাৎ কৃষি ও শিল্পের বাইরে সাধারণ মানুষের নেওয়া ঋণের ভাগ ৩৩ শতাংশ। ২০২৩ সালের সেপ্টেম্বরের তুলনায় সামগ্রিকভাবে এই ব্যক্তিগত ঋণ প্রদানের হার বেড়েছে ১৩.৪ শতাংশ, দাবি করেছে ওই সংস্থা। মোট ঋণের পরিমাণ প্রায় ৫৬ লক্ষ কোটি টাকা। 
ক্রেডিট রেটিং সংস্থাটি জানাচ্ছে, ২০২৩ সালের সেপ্টেম্বরের তুলনায় গত সেপ্টেম্বরে গৃহঋণ ১২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও এই বৃদ্ধির হার ২০২২ সালের তুলনায় নীচের দিকে। কারণ, ২০২২ সালের সঙ্গে তুলনা করলে, গতবছর বৃদ্ধির হার ছিল ৩৬.২ শতাংশ। কেয়ারএজের দাবি, দামি ফ্ল্যাটের চাহিদা বৃদ্ধি, আবাসন নির্মাতা সংস্থাগুলির তরফে অনেকগুলি নতুন প্রকল্প আসা এবং আবাসন সংস্থাগুলির তরফে ক্রেতাদের দেওয়া আর্থিক ছাড় এবারের বাজার বৃদ্ধিতে কাজে লেগেছে। গত সেপ্টেম্বরে আবাসন শিল্পে ঋণের অঙ্ক ছিল ২৮ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। 
চলতি বছরের সেপ্টেম্বরে গাড়িঋণের অঙ্ক ছিল ৬ লক্ষ ২০ হাজার কোটি টাকা। গাড়িঋণের ক্ষেত্রে গতবছর সেপ্টেম্বরের তুলনায় এবার বৃদ্ধির হার ১৩.৩ শতাংশ, বলছে সংস্থাটি। কেয়ারএজ জানাচ্ছে, শেষ সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড, গোল্ড লোন ও পার্সোনাল লোনের মতো একেবারে ব্যক্তিগত ঋণের হার বৃদ্ধি পেয়েছে ১১.৪ শতাংশ হারে। মোট ঋণের পরিমাণ ১৪ লক্ষ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সোনা বন্দক রেখে ঋণ নেওয়ার হার। তা গতবছর সেপ্টেম্বরের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। অথচ ২০২২ সালের সঙ্গে গতবছরের তুলনা করলে, বৃদ্ধির হার ছিল ১৪.৬ শতাংশ। সোনার দাম গত একবছরে থেকে অনেকটা বেড়ে যাওয়ায় তার বিনিময়ে বেশি অঙ্কের ঋণ পেয়েছেন সাধারণ মানুষ। বরং একান্ত ব্যক্তিগত ঋণ প্রদানের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক বেশকিছু শর্ত আরোপ করায়, ব্যাঙ্কগুলি সেই ঋণে কিছু রাশ টেনেছে। তার জেরে সার্বিকভাবে এই ক্ষেত্রে ঋণের বাজার ততটা বাড়েনি, যতটা বৃদ্ধির সুযোগ ছিল, বলছে কেয়ারএজ। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা