কলকাতা

বাইপাসের সার্ভিস রোডে সরকারি গাড়িতে ধাক্কা বাইকের, জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার বিকেলে মাঠপুকুরের কাছে বাইকের কেরামতি দেখাতে গিয়ে বিপদ। বাইপাসের ধারে সার্ভিস রোডে চলছিল সেই কেরামতি। নিয়ন্ত্রণ রাখতে না পেরে চলন্ত সরকারি গাড়িতে ধাক্কা দেয় একটি বাইক। সংঘর্ষে ফেটে যায় গাড়ির সামনের চাকা। বাইক থেকে ছিটকে পড়েন যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর লেখা পর্যন্ত আহতের নাম পরিচয় জানতে পারেনি পুলিস।
সরকারি গাড়িটির চালক সুমন সরকার বলেন, এটি আবগারি দপ্তরের এক কর্তার। তবে ঘটনার সময় আমি ছাড়া আর কেউ ছিলেন না গাড়িতে। মেট্রোপলিটনের দিক থেকে সার্ভিস রোডে ধরে যাচ্ছিল গাড়িটি। তখন উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসছিল চার-পাঁচটি বাইক। চলছিল একে অপরের সঙ্গে তাল মিলিয়ে ‘জিগজ্যাগ’ খেলা। তা দেখেই গাড়ির চালক গতি শ্লথ করে দেন। কিন্তু, বাইকের গতি এতটাই বেশি ছিল যে, চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সরাসরি গাড়িতে এসে ধাক্কা দেন। সেই বাইকের পিছনে ধাক্কা দেয় আরও তিনটি বাইক। প্রত্যেকেই পড়ে যান। জখম বাইকচালকের মাথায় হেলমেট ছিল না। মুখে গুরুতর আঘাত লাগে যুবকের।
গাড়িটির চালকই প্রগতি ময়দান থানায় ফোন করে দুর্ঘটনার খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিকে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা