কলকাতা

কার্তিক লড়াই ঘিরে জমজমাট কাটোয়া

সংবাদদাতা, কাটোয়া: কার্তিক লড়াই ঘিরে জমজমাট কাটোয়া। রবিবার রাতভর চলে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা। লক্ষাধিক মানুষের সমাগম, আলোয় পরিপূর্ণ শহরে উৎসবমুখর হয়ে ওঠে কাটোয়া। তবে এই উৎসব ঘিরেই কয়েক লক্ষ টাকার বাণিজ্য হচ্ছে তিনদিনের মেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পী থেকে অন্যান্য বিক্রেতাদের লক্ষ্মীলাভ হওয়ায় তাঁরা খুশি।  কোচবিহারের দিনহাটার বিখ্যাত শিতলপাটির তৈরি ব্যাগ থেকে মুর্শিদাবাদের পাটের নানা সামগ্রী হটকেকের মত বিক্রি হচ্ছে। 
ভাগীরথী পাড়ের পুরানো কাটোয়া শহরে আগেও কার্তিক লড়াই হতো। তবে তখন বেহারারা কাঁধে হ্যাজাক জ্বেলে কার্তিক নিয়ে শোভাযাত্রা হতো। হরেকরকম পান, বাদাম ভাজা, ছোটদের নানা খেলনা তখন বিক্রি হতো। শহরের বয়স্করা জানাচ্ছেন, তখন আশেপাশের গ্রাম থেকে গৃহস্থালীর টুকিটাকি, মাটির নানা সামগ্রী এনে কার্তিক লড়াইতে বিক্রি করত বিক্রেতারা। লড়াই দেখতে আসা নানা মানুষ তা কিনতেন। কিন্তু যুগ বদলেছে। এখন থাকার পাশাপাশি বাহারি আলোকসজ্জা ও থিম শিল্পে নতুনের ছোঁয়া লেগেছে। লড়াই বদলে কার্তিক পুজো উৎসবে পরিণত হয়েছে। 
সময় বদলানোর সঙ্গে শহরে উৎসবের ধাঁচ বদলে যাচ্ছে। এখন হস্তশিল্পীরা কাটোয়ার কার্তিক পুজোর মরশুমে এসে তাঁদের নানা সামগ্রী বিক্রি করছেন। কলকাতা বাজনার পাশাপাশি এখন আন্তর্জাতিক বাজনা আনা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। শহরের তিনটি ক্লাব এবার লক্ষাধিক টাকা খরচ করে শুধুমাত্র একরাতের জন্য আন্তর্জাতিক ব্যান্ড এনেছে। আলোকসজ্জাতেও টাকার পরিমাণ কয়েক গুণ বেড়েছে। তাই কাটোয়ার কার্তিক পুজোর উৎসবে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হচ্ছে। 
কাটোয়া শহরের কাছারি রোড, গোয়েঙ্কা মোড়, পুরসভা মোড়, সুবোধ স্মৃতি রোড সহ বিভিন্ন এলাকায় রাস্তার দু’ ধারে ফুটপাতে মেলা বসেছে। কোচবিহার জেলার দিনহাটার বিখ্যাত শিতলপাটি দিয়ে তৈরি নানা ধাঁচের ব্যাগ বিক্রি হচ্ছে। আর তা কাটোয়া শহরে দেদার বিক্রি হচ্ছে। শিল্পী রাজু দেবনাথ, দিব্যেন্দু সাহা বলেন, শুধু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মরশুমে চার দিনে ১ লক্ষ ২৫ হাজার টাকা আয় হয়েছে। আর কাটোয়া শহরের কার্তিক পুজোতে একদিনেই চল্লিশ হাজার টাকা আয় হয়েছে। মুর্শিদাবাদের ইসলামপুরের পাট শিল্পী তেজবুল ইসলাম বলেন, কাটোয়া শহরে পাটের তৈরি নানা সামগ্রী নিয়ে এসেছি, ভালোই বিক্রি হচ্ছে। একদিনেই ১০ হাজার টাকার সামগ্রী বিক্রি হয়েছে। নদীয়ার কৃষ্ণনগর থেকে বেশ কয়েকজন ফুচকা বিক্রেতা বলছেন, কার্তিক লড়াইয়ের একদিনেই ৪০ হাজার টাকার ফুচকা বিক্রি হয়েছে। লড়াই দেখতে শহরে প্রচুর মানুষ আসেন। 
কার্তিক লড়াই উপলক্ষ্যে বহু মানুষের রোজগার হয়। মণ্ডপ সাজানোর কর্মী থেকে, ডেকোরেটর কর্মী, বাজনার বিভিন্ন দলগুলি বহু টাকা আয় করে। কিসমত সিং নামে কলকাতা থেকে আসা ব্যান্ড বাদক বলেন, কাটোয়ার কার্তিক লড়াইয়ের আলাদা ঐতিহ্য আছে। আমরা প্রতিবছর আসি। ভালো টাকা আয় হয়। এবারও এসেছি। ছেলেমেয়েরা পড়াশুনা করছে। উৎসবের দিনে সংসারে দুটো বাড়তি পয়সা আয় হয়। এদিন বিকেল পাঁচটা থেকেই শোভাযাত্রা বের হয়। এরজন্য বিকেল থেকেই শহরের বিভিন্ন জায়গায় নো এন্ট্রি চালু করে পুলিস।  নিজস্ব চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা